অনেক দিন ধরে অনুরোধ করছিল এন্ড্রয়েডের ভিপিন এর জন্য, তাই নিয়ে আসলাম। আজকে যেই ভিপিন শেয়ার করতে যাচ্ছি তা মোটামুটি সবারই চেনা আবার অনেকে নাও চিনতে পারেন তাদের জন্য হালকা পাতলা আলোচনা করব এপস নিয়ে । যাই হোক মুল বিষয় দিকে যাই।
Hotspot Shield ভিপিনটি অনেক পুরাতন একটি ভিপিন সার্ভিস যাদের এন্ড্রয়েডের ভার্সন রিলিজ হয় ২০১২ তে কিন্তু এই ভিপিন সার্ভিসটি চালু হয় ২০০৮ সালে । এদের অফিস আসে ইউকেরাইন এবং রাশিয়াতে। এটি ডেভলোপ করে AnchorFree টিম। এই ছিল ইতিহাস এবার সরাসরি এপস এর বিবরন
Hotspot Shield ভিপিনটি আপনার ইন্টারনেট কানেকশনটি কে দিবে এন্ড টু এন্ড এনক্রিপশন যার ফলে আপনার ইন্টারনেট কানেকশন হবে একটি মিলিটারি গ্রেড সিকিউওর। হক আপনি পাবলিক বা পারসোনাল WiFi ব্যবহার করছেন। চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আসে এতে।
প্রধান ফিচারসঃ
- এটি আপনাকে দিবে যে কোন দেশের যেকোন Blocked Website ভিসিট করার সুজগ
- আপনার কানেকশন কে দিবে হাই সিকিউওর যার ফলে আপনাকে আপনার আই এস পি(Internet Service Provider) বা সরকার ও ট্রেস করতে পারবে না
- এর এটা যেহেতু প্রো ভার্সন তাই আপনি পাবেন আনলিমিটেড ব্যান্ডউইথ
- এই ভিপিনটি আপনাকে দিবে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট কানেকশন
- মোটামুটি সব দেশ কোভার করা আসে তাই আপনার ইচ্ছা মত লোকেশন থেকে ভিপিন ব্যবহার করতে পারবেন
- আর সবচেয়ে বড় কথা এই ভিপিনটি আপনাকে দিবে ম্যালওয়ার প্রোটেকশন
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও Hotspot shaield ভিপিন ব্যবহার করি তাই বলতে পারি আপনি ভালো সার্ভিস পাবেন আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডাউনলোড করুন HotSpot Sheild Premium Elite VPN
প্রিমিয়াম ভার্সন সোর্সঃ Website
ডিরেক্ট ডাউনলোড ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড ২ঃ Download
প্লে স্টোর লিঙ্কঃ Google PlayStore
এই ছিল আজকের আয়োজন, এই ঈদে আপনাদের জন্য নিয়ে আসবো দারুন একটি পোস্ট আশা করি তা আপনাদের ভালো লাগবে এবং হয়ত নতুন কিছু জানতেও পারবেন। আর এই পোস্টে কোথাও কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। টাটা
পোস্টি আপডেট করা হয়েছে কিছুক্ষন আগে, সব ডাউনলোড লিঙ্ক আপডেট করা হয়েছে। আর সাথে থাকছে ৮০ দেশের সার্ভার, আমি নিজে টেস্ট করে দিলাম । সাথে একটা গানও দিলাম হ্যাপি ঈদ ।