আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সকলে ভাল আছেন আমিও ভাল আছি।
TRICKBD এর সাথে থাকলে ভাল থাকারই কথা।আজ আপনাদের এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটা দিয়ে আপনারা নিজেরা স্টিকার,কার্টুন বানাতে পারবেন।
অ্যাপ এর পরিচয়:
নাম: FACEQ
ভার্সন : 3.6.4
Released on : june 6, 2014
Total Download on Playstore : 10M+
last update Date : July 28, 2019
FACEQ- App Download link from playstore
অ্যাপ দিয়ে কি কি করতে পারবেন?
১. কার্টুন পিক তৈরি করতে পারবেন।
২. কার্টুনের নাক,চোখ,মুখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ চেঞ্জ করতে পারবেন।
৩. মাথায় ভিন্ন ভিন্ন ধরনের ক্যাপ,চোখে সানগ্লাস ও হাতে বিভিন্ন প্রকার জিনিসপত্র ধরে আছেন সেগুলা অ্যাড দিতে পারবেন।
৪. একজন,দুইজন বা ৪জনকে একসাথে এডিট করতে পারবেন।
৫. শরীরের কালার চেঞ্জ করতে পারবেন কার্টুনের
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করে নিন।তারপর ওপেন করুন।
নিচের মতো দেখতে পাবেন-
ছেলে না মেয়ে কাটুন বানাতে চান সিলেক্ট করে নিন অথবা 2player ও সিলেক্ট করতে পারেন দুইজন লাগলে।তারপর নিচের ছবির মতো দেখতে পাবেন।
প্রথমে আপনি আপনার কার্টুনের চুলের স্টাইল ও তারপরে চুলের কালার সিলেক্ট করে নিন।তারপর ফেইসের সাইজ ও কালার তারপর চোখ,নাখ,চশমা জামা আরো নানা ধরনের জিনিস অ্যাড ও ব্যবহার করতে পারেন।
এছাড়া যেকোন ধরনের টেক্সট ওই কার্টুনের পাশে বসাতে পারেন।
পছন্দসই ব্যাকরাউন্ড ও অ্যাড করতে পারবেন।তারপর সেভ এ ক্লিক করে সেভ করে নিতে পারেন।
নিজের বানানো কার্টুনগুলি হিস্টোরিতে দেখতে পাবেন।এক কথাই অসাধারণ একটি অ্যাপ।
আশা করি সকলের পছন্দ হবে।ধন্যবাদ সকলকে পড়ার জন্য।
ভাল থাকবেন সুস্থা থাকবেন আল্লাহ হাফেজ।অ্যাপ টি ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।