আজকে একটি মেগা পোস্ট করতে যাচ্ছি, কারন এটা কোন মুড বা প্রো ভার্সন না। এই ভিপিএন এর কোন মুড বা হ্যাক ভার্সন নেই, সো বুঝতে পারছেন আপনাদের সাথে আজ NordVPN এর প্রিমিয়াম একাউন্ট শেয়ার করতে যাচ্ছি। আরও এও বলে দিবো এর পর কোথা থেকে এর প্রিমিয়াম একাউন্ট ফ্রিতে নিবেন। যাই হোক পোস্ট বেশি বড় করা যাবে না, আজ বাড়তি কথা বলে । আজকের পোস্টে ৪টি পার্ট হবে,
- NordVPN নিয়ে কিছু আলোচনা
- কিভাবে ডাউনলোড করবেন
- কিভাবে ইনস্টল ও একটিভ করবেন
- কিভাবে আরও প্রিমিয়াম একাউন্ট ফ্রিতে নিবেন
আজ পর্যন্ত আমি কোথাও এই ভিপিএন এর মুড বা হ্যাক ভার্সন পাইনি, সো তাতে বুঝলাম এই জিনিশ বড় কড়া। NordVPN এ পর্যন্ত ৬টি প্লাটফরমের জন্য তাদের এপস বানিয়েছে, উইন্ডোস,ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড, আইওএস এবং এন্ড্রয়েড টিভি। একমাত্র NordVPN তাদের ব্যবহার কারিদের লোগ ইনফোরমেশন পর্যন্ত রাখে না। আর তাদের সার্ভিস তাহলে কোন পর্যায়ে পরে বুঝে নিন। সামান্য একটু বক্তিতা দিয়ে এই ভিপিএন এর মূল ফিচারস গুলোতে চলে যাব।
এই ভিপিএন সর্ব প্রথম প্রকাশ পায় ২০১২ সালে এবং এর পর থেকে এদের নিত্য নতুন সব প্লাটফরমের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে, এ যাবত আমার দেখা মোট দুইটি মিলিটারি গ্রেড ভিপিএন এর মাঝে এই ভিপিএন একটি। মিলিটারি ভিপিএন বলার কারন হচ্ছে, যেই সব ভিপিএন AES-256 Encryption ভিতর দিয়ে ডাটা প্রেরন করে তাদেরকে মিলিটারি গ্রেড ভিপিএন বলে। এখন কথা হচ্ছে এই AES-256 encryption আবার কি? আচ্ছা আমরা আমাদের প্রতিদিনের কাজ কর্মে যেভাবে ইন্টারনেট(ডাটা আদান প্রদান) করে থাকি তা মামুলি ধরনের সার্ফেস ওয়েব এর একটি ডাটা আদান প্রদান ব্যবস্থা। কিন্তু কোন দেশের সরকার, সামরিক বাহিনী, ব্যাংক এরাও কি এই একি ভাবে ডাটা আদান প্রদান করে থাকে? না। তারা ডীপ ওয়েব নেটওয়ার্ক ব্যবহার করে থাকে । আপনি নিশ্চই ইন্টারনেটের তিনটি পার্ট সম্পর্কে জানেন[সার্ফেস ওয়েব 5%, ডীপ ওয়েব 25%, ডার্ক ওয়েব(মারিয়ানা ট্রান্স) 70%] তাই আপনি যখন NordVPN ব্যবহার করবেন তখন আপনার ডাটা(ইন্টারনেট) ডীপ ওয়েব এর ভিতর দিয়ে সার্ফেস ওয়েব যাবে, আবার একি ভাবে সার্ফেস ওয়েব থেকে ডীপ ওয়েব(AES-256 Encryption) আপনার কাছে আসবে। আশা করি কিছু হয়ত বুঝাতে পেরেছি। এবার আসুন একবার এই NordVPN এর পিসি ভার্সন এর একটা ফোট দেখি
NordVPN এর এক্সক্লুসিভ ফিচারসঃ
- মিলিটারি গ্রেড এনক্রিপশন
- সাইবার সেক (বিজ্ঞাপন ও ভাইরাস, ম্যালওয়ার মুক্ত ইন্টারনেট ব্যবহার)
- ডাবল ভিপিএন (আপনাকে একই সংগে দুইটি ভিপিএন দিয়ে ডাটা আদান প্রদান করতে দিবে)
- নো লোগ ইনফোরমেশন (আপনি কখন, কতখন, কোন কোন সার্ভার ব্যবহার করেছেন তার হিসাব পর্যন্ত রাখে না)
- কিল সুইচ (কোন ভাবে যদি আপনার কানেকশন ড্রোপ করে সাথে সাথে নেট ডিসকানেকট হয়ে যাবে)
- ডিএনএস প্রোটেকশন
- অনিওয়ন ওভার ভিপিএন (আপনার কানেকশনটি ডার্ক ওয়েব এর ভিতর দিয়ে সার্ফেস ওয়েব যাবে)
- আরও অনেক কিছু আসে সেগুলো ব্যবহার করে দেখুন
কেউ ইমেল এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন না, সবাইকে ব্যবহার করার সুজগ করে দিবেন দয়াকরে
ডাউনলোড করুন পিসির জন্য (Windows)
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
- ক্যাপচা পুরন করে “Create Download Link” ক্লিক করতে হবে।
- এবার “Click to Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
- ডাউনলোড পেজে যাওয়ার পরে নিচে দেখবেন “Create Download Link” বাটন আসে ক্লিক করুন (যদি অন্য পেজে নিয়ে যায় আবার ব্যাক করে “Create Download Link” বাটনে ক্লিক করুন)
- এবার “Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডেভলোপার ওয়েবসাইটঃ Website
ডাউনলোড করুন এন্ড্রয়েড এর জন্য (Android)
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
- ক্যাপচা পুরন করে “Create Download Link” ক্লিক করতে হবে।
- এবার “Click to Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
- ডাউনলোড পেজে যাওয়ার পরে নিচে দেখবেন “Create Download Link” বাটন আসে ক্লিক করুন (যদি অন্য পেজে নিয়ে যায় আবার ব্যাক করে “Create Download Link” বাটনে ক্লিক করুন)
- এবার “Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
গুগল প্লে স্টোরঃ Google Play
ডাউনলোড ও ইনস্টল
কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেনঃ (Android)
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান গিয়ে ফাইলটা খুলুন Winrar (না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন)
- এবার ফাইল এর থেকে দুইটি জিনিশ পাবেন ১. এপস ২. ইমেল ও পাসওয়ার্ড
- প্রথমে এপসটা ইনস্টল করে ফেলুন তার পরে Sign in ক্লিক করে ইমেল ও পাসওয়ার্ড বসিয়ে দিন।
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেনঃ (Windows)
- উপর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
- এবার Extract করুন Winrar বা 7zip দিয়ে। যদি না থেকে এখান থেকে ডাউনলোড করে নিন
- এবার “Setup” ফোল্ডার গিয়ে সফটওয়্যারটি ইনস্টল/ওপেন করুন
- এবার যে ইমেল ও পাসওয়ার্ড দেওয়া আসে তা সফটওয়ারটিতে বসিয়ে দিন
- ব্যাস হয়ে গেলো।
ইমেল এবং পাসওয়ার্ড
অধিক ব্যবহার কারির ফলে হয়ত আপনি এখন যে ইমেল এবং পাসওয়ার্ড ডাউনলোড করলেন তা নাও কাজ করতে পারে, যদি কাজ না করে তাহলে কমেন্টে যানাবেন সাথে সাথে নতুন ইমেল এবং পাসওয়ার্ড আপলোড করা হবেঃ
(Update 4:15AM) শুধু মাত্র ইমেল এবং পাসওয়ার্ড ডাউনলোড করুনঃ Download
- ক্যাপচা পুরন করে “Create Download Link” ক্লিক করতে হবে।
- এবার “Click to Download” ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।
আমি আবারও বলছি আপনি যেখানে গিয়ে আটকে পরেন না কেন শুধু কমেন্ট করে জানাবেন, শিখার জন্য এখানে আসা। পোস্টি কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।