Site icon Trickbd.com

[Hot]এবার ঘরে বসেই নিজেই বিকাশ একাউন্ট খুলেন। আর এজেন্ট এর কাছে যেতে হবে না।

Unnamed

সবাই কেমন আছেন।
আশা করি ভালো আছেন।

আমরা সবাই আছকাল মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি (যেমন ডাচ বাংলা, বিকাশ, নগদ, Sure Cash ইত্যাদি) আর এই সব মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে হলে এজেন্ট এর কাছে যেতে হয়। আছকে আমি দেখাবো যে ঘরে বসে নিজেই নিজের বিকাশ একাউন্ট খুলবে কি ভাবে।এবং বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস।

-প্রথমবার অ্যাপ এ লগইন করলে পাচ্ছেন ২৫ টাকা
– প্রথমবার ২৫টাকা মোবাইল রিচার্জে পাচ্ছেন ৫০ টাকা

তো শুরু করা যাক।

প্রথমে
এখান থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।

apps ডাউনলোড করা হলে apps এ ঢুকেন

তার পর এখানে ক্লিক করেন।

তার পর যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন সে নাম্বার দিন। [যে ফোন দিয়ে একাউন্ট খুলবেন সে ফোনে জেনো নাম্বার টি লাগানো থাকতে হবে]

তার পর আপনার সিম কি সিম টা সিলেক্ট করে দিন।

তার পর আপনার ফোনে একটা verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।

আমি খুবেই দুঃখিত এর পরে Screen shot গুলা ফোনে আর তুলা যাইনি কিন্তু আমি সব কিছু ভালো মত বুঝিয়ে দিচ্ছি।

এর পর আপনার NId কার্ড এর সামনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।

তার পর পিছনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।

তার পর আপনার সব তথ্য গুলা ভালো মত দেখে নিন। দেখা শেষ হলে Next তে ক্লিক করেন।

তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন (যার NID কার্ড তার ছবি দিতে হবে)

তার পর আপনার নাম্বারে একটা Sms যাবে তার পর *247# ডায়েল করে ৪ থেকে ৬ সংখ্যার পিন দিয়ে দেন।

তার পর কাজ শেষ। এবার ৪৮ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট Active হয়ে যাবে [যদি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তা হলে]

আর কোনো কিছু না বুঝলে Comment করবেন।

Exit mobile version