এটা আমার দ্বিতীয় মেগা পোস্ট, আর এটাও ভিপিএন নিয়ে। ভিপিএন নিয়ে কি তেমন কিছু বলার আছে? আচ্ছা আর এক দিন সময় করে লিখব ভিপিএন নিয়ে বিস্তারিত। আজ একটু বলে মূল এপস এর রিভিওতে চলে যাব। ভিপিএন মূলত আপনার বর্তমান আইপি এড্রেসকে লুকিয়ে তাদের নিজেদের সার্ভার বা আইপি ব্যবহার করতে দেয়। সেই সাথে ভিপিএন ভেদে বিভিন্ন সুজোগ সুবিধা দিয়ে থাকে। কেন আপনার আইপি লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হবে তা নিয়ে বিস্তারিত একটি পোস্ট করব আগামীতে তখন বুঝতে পারবেন কেন ভিপিএন ব্যবহার করা জরুরী এত।
আচ্ছা আজকে যেই ভিপিএনটি শেয়ার করতে যাচ্ছি তা মোটামুটি সবার পরিচিত, HIdeMyAss বা HMA যিনি বানিয়েছেন তাকে নিয়ে কিন্তু একটা মজার কাহিনি আসে। HMA সর্ব প্রথম ২০০৫ সালে প্রকাশ পায় আর যিনি বানান তার বয়স ছিলো ১৬ বছর এর এক স্কুল বালক জ্যা কেটর। জ্যা কেটর তার স্কুল এর নেটওয়ার্ক ফাকি দেবার জন্য জন্য মূলত এই জিনিশটি বানায়, তাদের স্কুলের সার্ভার এর যে সব ভিডিও গেম ও মিউজিক ছিল তা ছিল নির্দিস্ট কিছু ছাত্রদের জন্য যাদের বয়স জ্যা কেটর এর সাথে মিলে না। তাই তিনি সেই সব গেম ও মিউজিক একসেস করার জন্য এই কাজ করেন। তিনি এমন একটা নেটওয়ার্ক এর সাহাজ্য নেন যেখানে তার পরিচয় লুকানো বা ফেক দেওয়া থাকবে, আর এভাবেই তিনি ১৬ বছর বয়সে ইংল্যান্ড এর নর্ফোল্কে বানিয়ে ফেলেন হামাকে। বর্তমানে হামার সদরফতর হচ্ছে যুক্তরাজ্য এবং HMA হচ্ছে Avast এর একটি পরিবারের সন্তান। এই ছিল এই ভিপিএন এর সংক্ষিপ্ত ইতিহাস।
হামা অন্য সব ভিপিএন এর চেয়ে বয়সে অনেক বড়, তাই তার সার্ভার ও অনেক বড় পৃথীবির সব দেশ কোভার করে ফেলেছে এই ভিপিএন সার্ভিসটি যার ৫টি আসে বাংলাদেশ এর জন্য। এই ভিপিএন অন্য সব ভিপিএন এর মত বিভিন্ন ফিচারস আসে সেই সব নিচে আলোচনা করব। আপনি আপনার Windows, Android, iOS, Mac, Linux এর জন্য এই ভিপিএনটি ব্যবহার করতে পারবেন। আমি শুধু Windows ও Android এর টা শেয়ার করছি। কিছু ফোট দেখা যাক হামার
কি কি ফিচারস থাকছে এই ভিপিএনটিতেঃ
- মিলিটারি গ্রেড ভিপিএন
- আপনি আপনার রাউটারে এই ভিপিএন ইনস্টল করতে পারবেন
- ১২০০০০টি লোকেশন, হামা ছাড়া আর কে কাজ করতে পারে?
- পেয়ার টু পেয়ার শেয়ারিং
- একটিভ কিল সুইচ
- একটিভ এপ কিল
- আইপি সাফল
- প্রাইভেট এবং পাবলিক আইপি
- টিসিপি এবং ওপেন ভিপিএন
এই ছিল এই ভিপিএন এর মূল ফিচারস গুলো, বাকি সব ফিচার সব ভিপিএন যে গুলো থাকে তার সবই আসে, তাই বারতি আলাপ কম করলাম। এখন কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন নিচে দেওয়া হল।
ডাউনলোড করুন Windows এর জন্য সিরিয়াল কি সহ
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব উইন্ডোস এর প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Windows” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
ডেভলোপার ওয়েবসাইটঃ Website
ডাউনলোড করুন Android এর জন্য
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
ডেভলোপার ওয়েবসাইটঃ Website
শুধু মাত্র সিরিয়াল কি ডাউনলোড করুন
কিছুক্ষন আগে আমার পিসি থেকে স্ক্রিনশোট নেওয়া। আর সেই সিরিয়াল কি নিচে এবং উপরে দেওয়া হয়েছে। একটা সিরিয়াল কিতে যখন অনেক গুলো কানেকশন দেওয়া হয় তখন হামা সেই সিরিয়াল কি অফ করে দেয়, সো বুঝতে পারছেন আমি যখন টেস্ট করে দেই তখন ঠিক থাকে কিন্তু, যখন আপনারা সবাই একটা সিরিয়াল কিতে কানেক্ট করেন তখন ঝামেলা বাধে। তাই যদি কোন সিরিয়াল কি কাজ না করে, কিছুখন পরে আবার ট্রাই করবেন দেখবেন সব অকে।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
কিভাবে ইনস্টল করবেন
Android:
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- এবার শুধু সিরিয়াল কি ডাউনলোড করুন
- এবার Extract করুন Winrar বা 7zip দিয়ে। যদি না থেকে এখান থেকে ডাউনলোড করে নিন
- এবার যে সিরিয়াল কি দেওয়া আসে তা সফটওয়ারটিতে বসিয়ে দিন
- ব্যাস হয়ে গেলো।
Windows:
- উপর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
- এবার Extract করুন Winrar বা 7zip দিয়ে। যদি না থেকে এখান থেকে ডাউনলোড করে নিন
- এবার “Setup” ফোল্ডার গিয়ে সফটওয়্যারটি ইনস্টল/ওপেন করুন
- এবার যে সিরিয়াল কি দেওয়া আসে তা সফটওয়ারটিতে বসিয়ে দিন
- ব্যাস হয়ে গেলো।
এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।
Copy korcen credit koi
and Speed is too slow. (HMA mobile)
Waiting for ExpressVPN (if you can give).
Thik koran