Site icon Trickbd.com

এসে গেলো Shareit Lite ভার্শন আর নয় Ads এর জ্বালাতন

Unnamed


আমরা যারা Android মোবাইল ব্যবহার করি তাদের মধ্যে প্রায় সবাই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনকিছু ট্রান্সফার করার জন্য Shareit ব্যবহার করে থাকি। তাই এই সফ্টওয়্যার টা আমাদের মোবাইলের একটা পার্মানেন্ট সফ্টওয়্যার হয়ে গিয়েছে। ইদানীং Shareit এর নতুন আপডেট এর পর থেকে প্রচুর এডস আসার কারনে অনেকে Shareit ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে আমিও একজন ?। তাছাড়া আপডেট এর পর থেকে Shareit এর সাইজও বেড়ে গিয়েছে অনেক যা Low Ram ও Low Internal Memory মোবাইল ইউজার দের জন্য খুব সমস্যার একটা ব্যাপার। নতুন Shareit এর মেইন সমস্যা টা হলো এডস। অ্যাপে ঢুকার সাথে সাথে প্রচুর এডস আসা শুরু করে যা খুবই বিরক্তিকর। তাছাড়া মোবাইল এর ডাটা চালু থাকলে এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও ডাউনলোড করে রাখে যা মোবাইল এর ডাটা খরচ হয় এবং মোবাইল এর স্টোরেজও ফুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় Shareit একাই মোবাইলের 1-2GB স্টোরেজ দখল করে রেখেছে।

এখন কথা বলি Shareit Lite ভার্শন নিয়ে।
১. লাইট ভার্সনে কোন এডস নেই
২. ট্রান্সফার স্পিডও ভালো 4-7Mbps
৩. এত রয়েছে Face To Face Transfer সুবিধা

Face To Face Transfer :

এই সিস্টেমটা Shareit Lite এ এড করা হয়েছে। এই সিস্টেমে ফাইল শেয়ার করার আগেই দুই মোবাইল কানেক্ট করে নেয়া হয়। কানেক্ট করার পর দুই মোবাইল একে অপর থেকে ফাইল নিতে ও পাঠাতে পারে।

Screenshoots:

তাহলে আর দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। আপনি ইচ্ছা করলে Play Store থেকেও ডাউনলোড করতে পারেন।

আজকের মত এখানেই শেষ করছি। পোস্ট টি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন।

ভালো লাগলে আমার সাইট থেকে ঘুরে আসবেন।
Click Here