Site icon Trickbd.com

এবার আপনিও হয়ে যান কবি।story,shayri, poem ও quote ইত্যাদি খুব সুন্দরভাবে এডিটিং করা ও world wide পাবলিশ এর জন্য নিয়ে নিন অসাধারণ একটি অ্যাপ।

Unnamed

#TrickBDCompetition
আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভাল আছেন। আমিও মোটামুটি ভাল আছি।প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই পোস্ট টি পড়ার জন্য।আশা করি ধৈর্য সহকারে পুরো পোস্ট টি পড়বেন।

মানুষ মনের ভাব প্রকাশের জন্য কি না করে? আর সেটা প্রকাশের জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টাই খুব বেশি ব্যবহার করে থাকে।কেউ কেউ জাস্ট স্ট্যাটাস পাবলিশ করে ফেসবুক টুইটারে।আবার কেউ কেউ একটু ডিজাইন করে ছবির মতো।আজকে আপনাদের এমনই একটা অ্যাপ এর সাথে পরিচয় করে দিব যেটা কবিতা,ছড়া, দুই লাইন কাব্য ও কাহিনী লিখে সকলের সাথে পাবলিশ এর জন্য বিখ্যাত।
সেখানে আপনি বিভিন্ন প্রকার ডিজাইন করে মনের ভাব প্রকাশ করতে পারবেন।
চলুন দেরি না করে অ্যাপ সম্পর্কে জেনে নিই।

App Name : YourQuote
Updated On : 23th September 2019
App Size : 9.04 MB
Play Store Rating : 4.5 Star
App Category : Social
App download Link:

Playstore Direct link

আসুন আপ্পটি সম্পর্কে জানি:)
আপ্পটি ২০১৬ সালের অক্টোবর এ লঞ্চ হয়।অ্যাপ টি পাবলিশ হওয়ার পর থেকেই জনপ্রিয়তার উচ্চতায় উঠতে থাকে।কারন এই অ্যাপ এর আগে কোন quote লেখার ভাল অ্যাপ ছিল না।নিত্য প্রতিদিনের আপডেট এই অ্যাপ টি অন্য উচ্চতায় নিয়ে গেছে।বিশেষ করে রাইটার ও ছন্দ প্রিয় মানুষদের ফেভারিট একটি প্লেস হচ্ছে YourQuote. অ্যাপ টি মূলত ইন্ডিয়ান ডেভেলপার দ্বারা ইন্ডিয়ার জন্য বানানো হলেও অ্যাপ টির ফিউচার গ্লোবাল এ ফেমাস হয়ে গেছে।

অ্যাপ টির সাধারন ফিউচারসমূহ:

১. যেকোন কিছু পিক আকারে অথবা স্ট্যাটাস আকারে পাবলিশ করতে পারবেন।

২. নির্দিষ্ট সাবজেক্ট এর দুইটি ট্যাগ ইউজ করতে পারবেন প্রতিটি স্ট্যাটাস এর জন্য।

৩. প্রোফাইল সেট আপ করতে পারবেন। গুগোল অথবা ফেসবুক দ্বারা লগিন করতে পারবেন।

৪. যেকোন ভাষায় শায়েরি, ছন্দ, কবিতা সার্চ করতে পারবেন।(বাংলাও আছে)

৫. অন্যদের ফলোও করতে পারবেন।যদি কোন রাইটার এর রাইটিং ভাল লাগে।
৬. আপনার নাম এজ রাইটার ইনক্লোড করা হবে অটোমেটিক।

৭. অন্যদের স্ট্যাটাসে লাভ রিএক্ট ও কমেন্ট করতে পারবেন।

৮. যেকারো সাথে শেয়ার করতে পারবেন।
এছাড়া আরো অনেক ছোট খাট কাজ করা যাবে।

অ্যাপ টির মূল ফিউচার কি কি এবং অন্য quote এর সাথে পার্থক্য গুলি কি কি?

[১] আপনার রাইটিং বিশ্বের সকলের সাথে পাবলিশ করতে পারবেন। ডিফারেন্ট ট্যাগ ইউজ করে।সার্চ করলেই যে কেউ পেয়ে যাবে।

[২] আপনার লিখা Quote গুলো গুগোল সার্চ এবেল হবে। যেমন ফেমাস ব্যাক্তিদের উদ্ধৃতি গুলো গুগলে সার্চ দিলে সবার উপরে থাকে।আপনার গুলাও শো করবে।আপনাকে মাত্র ২০+ অধিক উদ্ধৃত লিখতে হবে।

[৩] ২০+ ভাষায় উদ্ধৃতি লিখুন। আপনি এই অ্যাপ দ্বারা যেকোন ভাষায় রাইটিং লিখতে পারবেন। এছাড়া ৪-৫ প্রকার বাংলা ফন্ট থাকবে।শিলিগুড়ি ফন্ট সবচেয়ে ভাল লিখার জন্য।

[৪] আপনার উদ্ধৃতি গুলো ছবির ডিজাইন এর মাধ্যমে সাজিয়ে তুলুন। আপনার উদ্ধৃতি গুলো ছবিতে ফুটিয়ে তুলুন।

[৫] ৫০অধিক ওয়ালপেপার থাকবে, বিভিন্ন সাবজেক্টের উপরের কিছু নির্দিষ্ট ব্যাকরাউন্ড ওয়ালপেপার থাকবে সেগুলা ব্যবহার করে আপনার উদ্ধৃতি গুলো আর সৌন্দর্যময় করে তুলুন।

[৬] #Collab কলাব করতে পারবেন অর্থাৎ কোন একটি নির্দিষ্ট টপিক এর উপরে আপনি ও বন্ধুরা একটা ট্যাগ ইউজ করতে পারবেন যেমন : আপনি আজকে একটি স্ট্যাটাস দিলেন what is love?
এটা কলাব হিসেবে নিয়ে আপনার বন্ধুরা এই টপিকের কিছু ছড়া, উদ্ধৃতি, ২লাইন লিখে পোস্ট করতে পারে।
[৭] স্ট্যাটাস র‍্যাংকিং : প্রত্যেক সপ্তাহে আপনার পোস্ট এ কতটা লাইক পড়েছে

আগের মাসের কতটুকু কমেছে বা বেড়েছে তা দেখতে পারবেন।
:
আশা করি সকলের ভাল লাগবে।
আমার বানানো একটি ২লাইন কবিতা নিচে দিলাম আশা করি ভাল লাগবে?.

এছাড়া yourquote এ আমাকে ফলোও করতে পারেন।

My YourQuote Account link

এছাড়া বাংলায় উদ্ধৃতি লেখা ফেমাস “yourQuote Dada” কে ফলোও করতে নিচে ক্লিক করুন।
YourQuote DaDa 114k Followers
আজকের মতো বিদায় নিলাম।সকলে TrickbD এর সাথেই থাকুন। Allah Hafez