Site icon Trickbd.com

[?MEGA POST 1.1?] Gallery Vault Pro Key ব্যবহার করুন ১২০০টাকার এই এপসটি ফ্রিতে আর আপনার সব ব্যক্তিগত ফাইল লুকিয়ে ফেলুন। [রিকুয়েস্টেড পোস্ট] এপসটি না নিলে পরে আফসোস করবেন সো ডোন্ট মিস ইট

#TrickBDCompetition

এটা একটা রেকুয়েস্ট পোস্ট সাথে মেগা পোস্টও কারন, আসলে এই এপস এর প্রো ভার্সন করার জন্য ৩ দিন লেগে গেসে, তাছাড়া এই এপস এর কাজও বেশি ভাল তাই এই নিয়ে আজ আমার মেগা পোস্ট।  এখানে এবং ফেসবুকে অনেকের রেকুয়েস্ট ছিল এই এপস এর প্রো ভার্সন দেওয়ার জন্য, তাদের কথা রাখার জন্য আর আশা করি এপসটা সবারই কাজে লাগবে।

এবার চলুন দেখি আসলে এইটা কি এপস, নাম দেখে অনেকটা আন্দাজ করা যায় এর কাজ সম্পর্কে, এই এপস আপনার স্মার্ট ফোনের ভিডিও, অডিও, ফোট এমন কি অন্য সব এপস কে গায়েব করে দিতে পারে, যা শুধু মাত্র আপনি দেখতে পারবেন, কুল নাহ? আরও মজার ব্যপার হচ্ছে আপনি ইচ্ছা করলে এই এপসকেও গায়েব করে দিতে পারেন, যাতে কেউ বুঝতে পারবেন না যে আপনি কিছু জিনিশ লুকিয়ে রেখেছেন।  আর এই কাজটি করার জন্য আপনার প্রো ভার্সন লাগবে যা আমি এই পোস্টে দিয়ে দিচ্ছি ফ্রিতে।

আরও মজার ব্যপার হচ্ছে, আপনি যেকোন এপস এর লগো পর্যন্ত লুকিয়ে রাখতে পারবেন এতে করে আপনার মোবাইলে যে সেই এপসটা আসে কেও জানতে পারবেন না, আরও মজার জিনিশ হল  শুধু মাত্র আপনি ব্যবহার করার জন্য যে পিন বা পাসওয়ার্ড দিবেন সেইটা পর্যন্ত ফেক বানাতে পারবেন, মানে কেও যখন আপনার সাথে থাকবে তখন যদি আপনার কোন ফাইল বের করতে হয় যা আপনি লুকিয়ে রেখেছেন তখন সেই ফেক পিন বা পাসওয়ার্ড দিবেন পরে যখন আপনার বন্ধু সেই পিন বা পাসওয়ার্ড আপনার ফাইল এক্সেস করতে যাবে ভ্যাবাচেকা খেয়ে যাবে, আসলে দারুন একটি এপস।

এবার চলুন দেখা যাক কি কি ফিচারস আসে এতেঃ

তো এই ছিল ফিচারস গুলো, আসলে অসাধারন একটি এপস, তবে আমার তেমন কাজে লাগে না, কারন লুকানোর মত কিছুই নেই আমার।  তো যাই হোক এই এপস এর প্রো ভার্সন করা কিন্তু একটু ঝামেলা, সো নিচের ইনস্টলেশন প্রকিয়াটি ভালো ভাবে মনযোগ দিয়ে করবেন।


ডাউনলোড করুন

 

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download Main Apps | Alter. Download Link

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download Pro Key | Alter. Download Link

প্রিমিয়াম সোর্সঃ Website Page

গুগল প্লে স্টোরঃ Google Play

ডেভলোপার ওয়েবসাইটঃ Website


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে মেইন এপস এবং প্রো কি এপসটা ডাউনলোড করুন
  2. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  3. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে মেইন এপস ক্লিক করুন এবং ইনস্টল করুন
  4. সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে প্রো কি এপসটা ক্লিক করুন এবং ইনস্টল করুন
  5. এবার প্রো কি এপসটা ওপেন করুন এমন দেখাবে

6. এবার “Lunch GalleryVault” ক্লিক করুন নিচের মত দেখাবে/ আবার নাও দেখাতে পারে।  ফোন ভেদে এমন হয়।  যদি এমন হয় তাহলে “Accept”

7. এবার “Start to Use” তে ক্লিক করুন

8. এবার আপনার পাসওয়ার্ড বা পিন দিন এবং আবার একই পাসওয়ার্ড বা পিন

9. এবার আপনাকে রিকভারি ইমেল দিতে হবে, যদি আপনি আপনার পিন ভুলে যান হালে এই ইমেল দিয়ে রিসেট করতে পারবেন।

10. এবার আপনাকে লোগ ইন করতে হবে তাই “Login” এখানে ক্লিক করুন

11. এবার আপনাকে দুইটি অপশন দেওয়া হবে লগইন করার জন্য, আপনি “Send Verification Code” এই অপশনটা ব্যবহার করবেন, তার জন্য আপনার একটি ইমেলটার এড্রেসটা দিন এবং “Send Verification Code” ক্লিক করুন

12. এবার আপনার ইমেলটি চেক করুন দেখুন যে “ThinkYeah” একটা মেইল এসেছে সেইটা ওপেন করলে আপনি আপনার “Verification Code” টি পেয়ে যাবেন।

13. এবার কোড গুলো আপনার “Verify Email” বক্সে বসিয়ে দিন এবং ক্লিক করুন “Login”

14. এবার আপনাকে বলবে “Enable Cloud Sync” আপনি “Cancel” করে দিন

15. এইত ছিল প্রো ভার্সন করার নিয়ম


এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।