Site icon Trickbd.com

[Hot post] বিকাশ অ্যাপ এর Error Code সমস্যা ১০০% সমাধান এবং প্রমাণ সহ কারে সব ফোনে কাজ করবে সাথে রেফার বোনাস না পাওয়ার কারন।

Unnamed

প্রাই কম বেশি সব ফোনে বিকাশ অ্যাপ ঢুকলে Error Code দেখাছে (এবং অ্যাপ আর ঢুকছে না) এটি হওয়ার মূল কারণ হচ্ছে একটি ফোন থেকে ৫ থেকে ৬ টি বা অনেক গুলা বিকাশ একাউন্ট খুলার জন্য।

আর এই সমস্যাটা সমাধান নিয়ে এসেছি আছকে আমি এবং ১০০% এর মধ্যে ২০০% কাজ করবে এবং প্রমাণ সহ। A2Z

তো শুরু করা যাক

প্রথমে এই Parallel Space টা ডাউনলোড করেন (এই version ছাড়া হবে না)

তার পর Parallel_Space ওপেন করেন
তার পর বিকাশ অ্যাপ ঠিক দিয়ে দিন তার পর add to Parallel_Space তে ক্লিক করেন।

তার পর বিকাশ অ্যাপ ক্লিক করেন।

তার পর এই রকম আসবে

তার পর সব কিছু পরিষ্কার করে দিন।

তার পর আবার Parallel_Space ঢুকেন তার পর এখানে ক্লিক করেন।

তার পর এবার আবার বিকাশ অ্যাপ ক্লিক করেন।

তার পর আপনার ফোনের back ব্যাটনে ১বার ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এটা off করে দিন।

তার পর আবার বিকাশ অ্যাপ ক্লিক করেন।

তার পর ওকে দিয়ে দিন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর Login তে ক্লিক করেন।

তার পর এখার আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার দিয়ে দেন।

তার পর দেখেন verification code নিয়ে নিয়েছে।

তার পর আপনার বিকাশ একাউন্ট এর pin দিয়ে দেন।

তার পর দেখেন অ্যাপ ১০০% ভাবে ঢুকেছে।

যারা রেফার এর বোনাস পাচ্ছেন না এর মূল কারন গুলা জেনে নিন।

১) একটি ফোন থেকে ১ টির বেশি একাউন্ট খুলবেন না তা না হলে বোনাস পেতে সমস্যা হবে।
২) একাউন্ট খুলার সময় রেফার লিংক ব্যবহার করে একাউন্ট খুলবেন।
৩) একাউন্ট খুলার পর যদি বোনাস না পান তা হলে ২৪ ঘন্টা wait করেন।

নতুন একাউন্ট খুলার বোনাস অফার টা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই নিয়ম গুলা মেনে নতুন একাউন্ট খুলে বোনাস পেতে সমস্যা হবে না…

যারা এখনো বিকাশ একাউন্ট খুলেন নাই তাড়া এই পোষ্ট টা দেখে একাউন্ট খুলেন। আর ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন।

আর যে কোনো সমস্যা হলে Comment করবেন।

ধন্যবাদ