আমাদের সেল ফোনে হরহামেশাই বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল আসে, যার ভিতরে বেশির ভাগই আসে বিরক্তিকর মানুষদের থেকে যা আপনার মোটেই পসন্দের না, আসলে কারোরই পসন্দের না। আর এই সব নাম্বার থেকে কল আসা, ম্যাসেজ আসা থেকে রেহায় পাওয়ার জন্য ৫০কোটির বেশি মানুষ যে এপসটি ব্যবহার করে তার নাম হছে TrueCaller. না, সত্যি ৫০কোটি বার ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। আর এই কারনে আমার পোস্ট করা, সকল প্রকার বিরক্তিকর মানুষদের থেকে দূরে রাখবে আপনাকে।
এই এপস এর দ্বারা আপনি আপনার কল ও ম্যাসেজ এর প্রাইভেসি বজায় রাখতে পারবেন, এটি সাধারনত প্লে স্টোরে দেখা যায় ফ্রি ভার্সন যেখানে আপনাকে অনেক ফিচারস থেকে বিরত থাকতে হবে, কিন্তু আমি প্রিমিয়াম ও মুড ভার্সন শেয়ার করছি তাই চিন্তার কোন কারন নেই, এবার দেখা যাক কি কি ফিচারস আসে এতে।
Smart Messaging:
- আপনি এই এপস এর মাধ্যমে ফেসবুক, টুইটার এর মত সোসিয়াল একাউন্ট করে চ্যাট, ভয়েজ কল করতে পারবেন।
- আপনা থেকে অপরিচিত ম্যাসেজ এর বার্তা বাহকে খুজে বের করতে পারে এই এপস
- অপারেটরদের বিরক্তিকর ম্যাসেজ ও ব্লক করতে পারবেন
- সাথে তো অপরিচিত মানুষদের ব্লক করতে পারবেন
Powerful Dialer:
- এখন পর্যন্ত অপরিচিত নাম্বার আইডেন্টিফাই করার সুনাম এর আসে
- ব্লক করুন অপারেটরদের বিরক্তিকর ম্যাসেজ
- এমন কি আপনি এই এপস দিয়ে কল রেকর্ডও করতে পারবেন
প্রিমিয়াম ফিচারসে কি কি আসে?
- ফোন কল রেকর্ড করতে পারবেন
- আপনার প্রোফাইল নিয়ে কে ঘাটাঘাটি করেছে
- বিজ্ঞাপনহীন এপস ব্যবহার
- প্রিমিয়াম ব্যাজ দিবে, বুঝতেছেন ব্যাপারটা ব্যাজও দেয়
- সব প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে।
ডাউনলোড করুন
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু। টাটা
আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।