Site icon Trickbd.com

গুগল ড্রাইভ দিয়েই পিডিএফ বই পড়ুন, কোনো ঝামেলা ছাড়াই

Unnamed


আমরা সাধারণত সবাই জানি যে গুগল ড্রাইভ শুধুমাত্র, ফাইল আপলোডের জন্য ব্যাবহৃত হয়।

অর্থাৎ গুগল ড্রাইভ এ্যাপে গুগলে ১৫ জিবি স্টোরেজে আমাদের যেকোনো পারসোনাল যেকোনো ধরনের ডকুমেন্ট আপলোড করে রাখতে পারি, জ্বী এটা ১০০% সত্যি।

তবে এছাড়া ও কিছু অবাক করা কাজ আছে এই
গুগল ড্রাইভের।

কাজগুলো হলোঃ
(১) আপনাকে একটি ক্লিপ বোর্ডের কাজ করে দিবে, অর্থাৎ আপনি যখন কোনো কিছুর লিংক কপি করবেন তখন সেখানে অপশন আসবে যে কপি টু ক্লিপবোর্ড, খুব ভালো টুলস তাইনা?

(২) আমরা সবাই ই প্রায় পিডিএফ বই পড়ার অভ্যাস্থ আচ্ছা অভ্যস্ত না হলেও অত্যান্ত মাসে একটি পিডিএফ ডকুমেন্ট তো পড়তেই হয় তাইনা?

এই পিডিএফ বই বা পিডিএফ ডকুমেন্ট পড়ার জন্য এ্যাডোব রিডার বা এ্যাডোব এ্যাকরোবাট এ্যাপ ব্যবহার করি , তাইনা?

আজ থেকে আর প্রয়োজন হবে না, এসব এ্যাপস ব্যবহার করার শুধুমাত্র গুগল ড্রাইভ এ্যাপ ফোনে ইনস্টল থাকলেই হবে।
হ্যা তবে আপনাকে পিডিএফ বই বা ডকুমেন্ট গুগল ড্রাইভ দিয়ে পড়তে অবশ্যই আপনাকে ফাইল ম্যানেজারে গিয়ে ওই বইটির উপরে ক্লিক করলে গুগল ড্রাইভ দিয়ে ওপেন করতে বলবে, এবং ওপেন করবেন তাহলেই পড়তে পারবেন।

Google Drive

এই ছিলো আজকের এই আর্টিকেল, ধন্যবাদ আপনাকে ;পোস্টটি পড়ার জন্য।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version