তবে আজকে আমি Samsung Galaxy M10 এর জন্য Gcam শেয়ার করবো, আমি যেটা শেয়ার করবো এটা আসল Pixel Stock GCam না এটা অন্য ডেভেলপারদের দ্বারা ডেভেলপ করা একটি Mod Version..
এটা আসলে মোড করা হয়েছিলো Samsung Galaxy J7 2016 এর জন্য। এই মোবাইল এর চিপসেট হলো Exynos 7870 আর Galaxy M10 এর Chipset ও Exynos 7870.. তাই এই ভার্সন টা Galaxy M10 তেও সাপোর্ট করে।
Gcam বা Google Camera সাধারণত বেশি জনপ্রিয় এর HDR+, Portrait Mode, Night Mode, Google Lens integration ইত্যাদি ফিচারস এর জন্য। GCam এর নাইট মোড এর ছবিগুলো হয় অসাধারণ। তাছাড়া Portrait Mode এ তোলা ছবিগুলোও দারুণ হয়, তাই সবাই গুগল ক্যামেরা ব্যবহার করতে চায়।
নিচে GCam Portrait Mode এ Front Camera দিয়ে তোলা একটি ছবি দিলাম।
ডিভাইসঃ Galaxy M10
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
..:: Download GCam For Galaxy M10 ::..