Site icon Trickbd.com

এবার মোবাইল দিয়েই তৈরি করুন একটি ব্রাউজার অ্যাপস

Unnamed

{{{পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি}}}
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।।তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়েই একটা ব্রাউজার এ্যাপস তৈরি করবেন,তো আজকে ব্রাউজার এ্যাপস তৈরি তৈরি করতে কয়েকটি এ্যাপস লগো, ব্রাউজার আইকন এবং একটি ব্যাকগ্রাউন্ড লাগবে।
তো ব্রাউজার তৈরির আগে এখান থেকে সেগুলো ডাউনলোড করেনিন।


১)ব্রাউজার আইকন



২)ব্যাকগ্রাউন্ড



৩)ফেসবুক



৪)টুইটার



৫)ইউটিউব



৬)ফ্রিব্যাসিক



৭)দারাজ



৮)বিক্রয় ডট কম



ডাউনলোড শেষ হলে, এবার এই লিংকে ক্লিক করুন,লিংকে যেতেএখানে ক্লিক করুন
এবার নিচের স্কিনশর্টগুলো ফলো করে ব্রাউজারটি তৈরি করেনিন।





























আশাকরি আমার পোস্টটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন।তারপরও কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন।যতদূর সম্ভব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো।মানুষ মাত্রই ভুল,আর ভুল হওয়াটাই স্বাভাবিক,তবে ভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো। এরপরও ভুলত্রুটি হলে আমি নিতান্তই ক্ষমাপ্রার্থী।আপনার কাছ থেকে আমরা সুন্দর একটা কমেন্ট আশাকরি।তাই পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে লিখে ফেলুন। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন,যোগাযোগ করতে এখানে ক্লিক করুন
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।নিজে নামাজ আদায় করুন, অন্যকে নামাজের দাওয়াত দিন।
সকলের সুস্বাস্থ কামনা করে আজকের মতো বিদায়,নিচ্ছি।পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে [[আল্লাহাফেজ]]