Site icon Trickbd.com

[SnapTube VIP MOD] সব ভিআইপি ফিচারস আনলোক এবং সম্পূর্ন বিজ্ঞাপন মুক্ত ভার্সন ডাউনলোড করুন ফ্রিতে সাথে রিভিও

Snaptube নামটিরস সাথে এন্ড্রয়েড ব্যবহার কারিদের ভালই পরিচিত রয়েছে, এটা অনেকটা Vidmate এর মত একটি এপস।  এই এপস থেকে আপনি ২০টিরও বেশি সাইট থেকে হাই কোয়ালিটির ভিডিও এবং এমপিথ্রি ফাইল ডাউনলোড করতে পারবেন।  এই এপসটিও আপনি গুগল প্লে স্টোরে পাবেন না।  কারন এই এপস যেই সব কাজ করে থাকে তা গুগলের নীতির মানে না তাই তার অবস্থান প্লে স্টোরে নেই।  তবে আপনি তাদের ওয়েবসাইট থেকে Snaptube এর ফ্রি ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তবে তার যেই অবস্তা আমার মতে তা ব্যবহার না করাই ভালো।  কি কি ওয়েট করছে তা আমি নিচেই বলব।  এবং সেই সাথে কিভাবে এই সব ঝামেলা মুক্ত ভার্সন (ভিআইপি ভার্সন) ব্যবহার করতে পারবেন তাও দিয়ে দিব সো নো টেনশন Do ফূর্তি।

এবার আসুন কি কি করতে পারবেন তা একটু দেখে নেই, কি করতে পারবেন না সেইটা বললে মনে হয় ভালো হবে।  এই Snaptube দিয়ে আপনি Youtube, Facebook সহ আরও ২০ টির বেশি সাইট থেকে ভিডিও এবং অডিও ডাউনলোড করতে পারবেন এবং আপনার যে গান বা যেই ভিডিও দরকার তা শুধু সার্চ বক্স লিখলে তা আপনাকে হাজির করে দিবে সাথে হাই কোয়ালিটি রেজুলেশন।  আরও অনেক কিছু করতে পারবেন তা আমার চেয়ে আপনারা ভালো যানেন। তাই আর লিখলাম না।  Snaptube সব চেয়ে ব্যবহার হয় এশিয়া মহাদেশে তার ভিতরে ইন্ডিয়া ও বাংলাদেশ অন্যতম।  যাই হোক চলুন দেখি কোন কোন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।  আর সার্চ করলে পাবেনই তাও কি কি সাইট এরা সাপোর্ট করে দেখে একবার কি বলেন? তার আগে একটা ফোট দেখলে কেমন হয়?

কি কি সাইট সাপোর্ট করে ইসন্যাপটিউবঃ

আর আপনার মনে যাহা চায় তাহা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।  তাইবে খারাপ কিছু সার্চ দিয়েন না।  আচ্ছা এখন দেখলাম কি কি কাজ করে এই এপসটি এবার আসুন দেখি কি কি ফায়দা লুটবে আপনার থেকে এই সব কাজ করতে গিয়ে।

ফায়দার বিবরন (আপনি যদি VIP ব্যবহারকারী না হন, এক কথায় ফ্রি ভার্সন)

তো এই ছিল ফায়দার লুটার বিবরন, তবে চিন্তার কিছু নেই আমি নিচে মুড ভার্সন শেয়ার করছি, যেখানে এই সব প্রকার বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি দিবে মানে আপনি একজন VIP ব্যবহারকারি হিসাবে ব্যবহার করতে পারবেন।  তো চলুন সেখানে যাওয়া যাক।


ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Snaptube Premium Apk

ডেভলোপার ওয়েবসাইটঃ Website


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।