VPN কি ?
সাধারণ ভাবে, blocked website এ প্রবেশ করার জন্য। ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলি কিছু বিশেষ দেশ বা জায়গাতে বন্ধ বা ব্লক করা। এই blocked website গুলিতে লোকেরা এই VPN এর মাধ্যমে প্রবেশ করে সেগুলি ব্যবহার করতে পারেন।
এছাড়াও, ইন্টারনেট এবং অনলাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা যেভাবে দিনের পর দিন বাড়ছে, ঠিক সেভাবে, ইন্টারনেটের মাধ্যমে আপনার personal data বা privacy details চুরি করার মতো হ্যাকারদের সংখ্যা ও বাড়ছে। এক্ষেত্রে, নিজের online privacy এবং data সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য VPN এর ব্যবহার করা হয়।
তাই আজ আপনাদের জন্য Betternet VPN Premium নিয়ে হাজির হলাম। এখন থেকে ফ্রিতে আনলিমিটেড ফিচারের মজা নিতে পারবেন।
Betternet VPN এর সুবিধা
- যখন আমরা একটি VPN service এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, তখন আপনার সকল পার্সোনাল ডাটা (personal data) সুরক্ষিত রাখা হয়। এর ফলে, বিভিন্ন data বা information, হ্যাকার দেড় চোখ থেকে দূরে থাকে।
- VPN ব্যবহার করে, আমরা আমাদের অনলাইন পরিচয় লুকিয়ে রাখতে পারি। আপনি কোন জায়গা বা দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন, সেটা লুকানো সম্ভব। কিন্তু, যেই কোম্পানির ভিপিএন সার্ভিস ব্যবহার করছেন, তারা কিন্তু আপনার আসল IP address ও লোকেশন সম্পর্কে অবশ্যই জানবে।
- প্রয়োজন অনুসারে ক্ষণিকের জন্য আপনারা নিজের network এর IP address অনেক সহজেই বদলে, অন্য একটি country র IP address এ রূপান্তর করতে পারবেন।
- প্রিমিয়াম ভিপিএন আপনার ইন্টারনেটের স্পিড বাড়িয়ে দিতে পারে। কিন্তু, আবার কিছু ফ্রি ভিপিএন আপনার ইন্টারনেট স্পিড কমিয়েও দিতে পারে।
কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে VPN সফটওয়্যারটি ডাউনলোড করুণ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড করা হয়ে গেলে, ডাউনলোড ফাইলটি Extract করুণ। ফাইল ফোল্ডার setup থেকে সফটওয়্যারটি ইন্সটল করুণ।
Trail now এই লেখাটা আসলে কেটে দিন।
ডাউনলোড করতে সমস্যা হলে নীচের লিংক থেকে ডাউনলোড করুন।
ব্রাউজার addblock বন্ধ করে দিন। তারপর ডাউনলোড করুন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যারা ভিডিও দেখে সফটওয়্যার ইন্সটল করতে ভালবাসেন তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন।
ভাল লাগলে আমার চ্যানেলটি দেখে আসতে পাবেন।
প্রয়োজনে যোগাযোগ করুণ
আপনাদের সফটওয়্যার সম্পর্কিত সমস্যা সমাধানের সম্পূর্ণ চেষ্টা করব।
- ফেসবুক পেইজ(FB Page)
- ফেসবুক গ্রুপ(FB Group)
- টেলিগ্রাম চ্যানেল(Telegram Channel)
- টেলিগ্রাম গ্রুপ(Telegram Group)
- Whatsapp Group
অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।
অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।
আপলোড
১. অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
২. অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।
ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।
গুগলে সার্চ করেও ইনকাম করা যায়। অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করুণ।
TrickBd তে আমার সকল প্রয়োজনীয় টিউন দেখতে ক্লিক করুণ।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।