আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
প্রথমেই ধন্যবাদ জানাই ট্রিকডিডি কর্তৃপক্ষ কে যে এত সুন্দর একটি apps আমাদের হাতে তুলে দেওয়ার জন্য।
apps টা সত্যি অনেক অসাধারণ।
আমি তো লোভ সামলাতে না পেরে আজ app দিয়েই পোস্ট লিখে পাবলিশ করে দিলাম।
এই দিলাম একটা স্কিনশর্ট
apps এর পোস্ট সিস্টেম এট্টটু সমস্যা লিখতে গেলে আর কিছু না।
যাক আজকের পোস্ট এর বিষয়ে আসি। অনেক এ পোস্ট এর টাইটেল দেখে বলবে এটা কোন পোস্ট হলো। যে বিকাশ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দেয় তা সবাই প্রায় জানে। তবে আমার পোস্ট করার টার্গেট হচ্ছে যারা জানে না যে কিভাবে বিল বিকাশ করে পাঠাতে তাদের জন্য। তাই যারা জানেন তারা আর পোস্ট এ কমেন্ট করবেন না। আর যাদের সমস্যা হচ্ছে বিল দিতে তারা পোস্ট এ কমেন্ট করবেন।
চলুন শুরু করি তাহলে
যেভাবে বিল পে করবেন বিকাশ এ
- প্রথমে বিকাশ apps টা অপেন করে পিন পাসওয়ার্ড দিতে লগিন করে নিন নিচের মতো।
- app এ লগিন করার পর নিচের মতো পে বিল এ চলে যান
- তারপর আপনি কোন কোম্পানির সেবায় বিদ্যুৎ সেবা নিচ্ছেন তা সিলেক্ট করুন। আমি পল্লি বিদুৎ সিলেক্ট করলাম।
- যে মাস এর বিল দিতে চান সেই মাস সিলেক্ট করুন। নিচের মতো
- এবার হচ্ছে আসল কাজ। আপনার বিল এর কাগজ এ দেখুন 13 ডিজিট এর একটি SMS Account Number আছে তা খুজে বের করুন।
লক্ষ রাখুন উপরের ছবিতে ২টা নাম্বার আছে ১. বিল নং
২. বিল হিসাব নং। বিল হিসাব নং হচ্ছে বিল sms account নাম্বার। - তারপর সেই SMS Account Number বসিয়ে পে বিল করতে এগিয়ে জান এ ক্লিক করুন। নিচের মত
- এবার আপনাকে দেখেবে যে আপনার কত টাকা বিল হয়েছে। আমার ১৪৭ টাকা আসছে তাই ১৪৭ টাকা দেখাচ্ছেন। আপনি চাইলে আপনার বিল এর কাগজ এর সাথে মিলাতে পারেন ঠিক আছে কিনা।
পরের ধাপে যেতে ট্যাপ করুন এ ক্লিক করুন - এবার আপনার পিন নাম্বার দিয়ে Next দিন,
তারপর Tap করে ধরে ধরে রাখুন। কিছু সেকেন্ড অপেক্ষা করুন। দেখবেন বিল সফল হলে নিচের মত মেসেজ আসবে
এভাবে খুব সহজে আপনার বিল পে করতে পারবেন কোন জামেলা ছাড়াই৷ হয়তো অনেক এই পোস্টি খুজছিলেন। তারা পোস্ট টি কেমন হলো জানাতে ভুলবেন না।
বিভিন্ন প্রকার হ্যাকিং শিখতে আমার ব্লগ এ নজর রাখুন [
or চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন,,, [/b]
ধন্যবাদ।।