Picsart নামটির সাথে কম বেশি সবার পরিচিতি আছে, কারন এর জাদুকারী ফোট এডিটিং ফিচারস এর জন্য। তবে আপনি তার সব গুলো ব্যবহার করতে পারবেন না, যদি না আপনি সেই গুলো টাকা দিয়ে না কিনেন। আর আপনি যদি Picsart এর একজন ব্যবহারকারি হয়ে থাকেন কিন্তু ফ্রি ভার্সন ব্যবহার করছেন তাহলে সময় এসেছে প্রো ভার্সন ব্যবহার করার তাও আবার বিনামূল্য। শুধু ডাউনলোড করে আগেরটা আনইনস্টল করে নতুনটা ইনস্টল করে সব প্রিমিয়াম ফিচারস গুলো ডাউনলোড করতে শুরু করুন। আর আপনি যদি প্রো ভার্সন ব্যবহার করছেন তাহলে নতুন ভার্সন আপডেট করে নিতে পারেন। আর যদি আপনি এর আগে PicsART ব্যবহার না করে থাকেন তাহলে, একবার হলেও এই ফোট এডিটিং এপসটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনি এর ভক্ত হয়ে যাবেন।
কি কি করতে পারবেন এই ফোট ইডিটিং এপস দিয়েঃ
- এই এপসটিতে মোট ১০০০ টা ফিচারস এড করা আসে, তাই সব গুলো লেখা সম্ভব না আমি মূল ফিচারস গুলো লিখছি
- COLLAGE MAKER AND GRIDS: এটা খুব কমন একটা ফিচারস যার মাধ্যমে আপনি অনেক গুলো ফোট এক সাথে মিশিয়ে কলেগ টাইপের ফোট ফ্রেম বানাতে পারবেন
- PHOTO EDITOR: আগেই বলছি ১০০০ এর বেশি ফিচারস আসে এই এপসটিতে তব সব ফ্রিতে পাওয়া যাবেন না, তার জন্য আজ এই প্রো ভার্সন শেয়ার করা
- STICKERS, CLIPART & STICKER MAKER: এই ফোট ইডিটিং এপস এর ভিতরে আপনি হাজার হাজার স্টিকার, ক্লিপ আর্ট, এবং আপনি নিজেই ইচ্ছা করলে নিজের মন মত স্টিকার বানাতে পারবেন
- DRAWING & CAMERA: এই এপসটির সব চেয়ে যেই জিনিশটা আমার ভালো লাগে তা হচ্ছে এই ড্রইং আর ক্যামেরা ইফেক্টটা, যার মানে আপনি এই দ্বারা নিজে ইচ্ছা করলে ছবি আকতে পারবেন এবং ক্যামেরা ইফেক্ট এর মাধ্যমে ছবি তোলার সময় ইফেক্ট দিতে পারবেন যা আসলে খুব অসাধারন
- PHOTO REMIX: এই ফিচারসটা দারুন, এইটার মাধ্যমে আপনি অন্যর ফোট নিয়ে নিজের মত ইডিটিং করতে পারবেন
- আরও হাজার হাজার ফিচারস আসে যা লিখে শেষ করা যাবে না তাই আর লিখছি না।
প্রো ভার্সনে কি কি থাকছেঃ
- সব প্রকারের প্রিমিয়াম ফিচারস আনলোক করা আছে, যে গুলো আপনাকে কিনতে হত
- সব রকমের বিজ্ঞাপন রিমুভ করা আছে, ফ্রি ভার্সন এ যে বিজ্ঞাপন গুলো ঝামেলা করত তা এই ভার্সনে নেই
- PicsART Unlimited Gold Users
কি কি নতুন এড করা হয়েছে এই Halloween ভার্সনে?
- Replay is now live on Android! Now you can create a Replay and share it with followers, allowing your fans and friends to quickly recreate your edits in just a few taps.
- All the spooky, scary, skeleton Brushes, Templates, and Backgrounds, for all your Halloween needs!
- New Auto Blemish Fix tool for Beautify!
ডাউনলোড করুন
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Picsart Pro Mod Apk
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু
পোস্টি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কিন্তু।