Site icon Trickbd.com

[Shareit AdFree v5.0.28] শেয়ারইট ব্যবহার করুন বিরক্তিকর সব এডস থেকে – আর সাথে Ultra Fast ফাইল শেয়ারিং মুড করা আসে, ফাইল ট্রান্সফার হবে তুফান গতিতে

আজ যে এপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা সবারই পরিচিত কারন এইটা আমিও ব্যবহার করি, নাম Shareit শেয়ারইট।  নাম দেখে কাজ বুঝা যায়, যাই হোক এই এপসটি এখন পর্যন্ত ১০০ কোটি বার প্লে স্টোরে থেকে ডাউনলোড হয়েছে ।  এটি Lenovo কোম্পানির একটি পন্য লেনোভ চিনেন না? অই যে ল্যাপটোপ দেখা যেত যে এক সময়, এটা সেই তাদের হাতে বানানো।  এর আর ইতিহাস ঘাটতে ভালো লাগসে না মুল কথায় যাই, এই এপস দ্বারা আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইস থেকে অন্য এন্ড্রয়েড ডিভাইস বা পিসি বা আইফোন ফাইল ট্রান্সফার করতে পারবেন অতি দ্রুত, কিন্তু কথা আসে ভাইয়া আপনার ডিভাইসে ওয়াই ফাই থাকা লাগবে ।  না হলে এই এপস দিয়ে দাতও খিলাল করতে পারবেন না, এই দিজ ক্লিয়ার? এবার যাব এই এপসটির গুনগান করতে ।

প্রধান ফিচারস সমূহুঃ

এই ছিলো যত প্রকার হাবি জাবি কথা বার্তা, এই সব আপনারা আগে থেকে জানেন তার পরেও লেখা ।  যাই বলি না কেন এপসটি আসলে কাজের, না হলে ১০০ কোটি বার প্লে স্টোরে থেকে ডাউনলোড আর তার চেয়ে বড় কথা এপসটা আমিও ব্যবহার করি, একটু ভাব নিলাম মনে হয়? যাই হক নিয়া ফেলছি আর কি করার।  আছা চলুন একটু এপসটির একটা ফোট দেখি যদিও ধার করা ফোট, নিচে তাদের ক্রেডিট দিয়ে দিব।  সো ডোন্ট মাইন্ড

আচ্ছা এবার কাজের কথায় আসা যাক, শেয়ারইট যে আপনার জন্য এত কিছু করবে তাতে তাদের ফায়দা কি? ফায়দাতো আসে রে ভাই, সেই রকম ফায়দা লিখতে কেমন জানি লাগছে তাও লিখছি

শেয়ারইট ফ্রি ভার্সনে আপনার জন্য কি কি অপেক্ষা করছে এক নজরে দেখে নেইঃ

আরও অনেক ধরনের বিজ্ঞাপনে ভরপুর আপনার আমার সবার প্রিয় Shareit , যাই হোক এখন এই সবের দিন শেষ।  নিচে একদম ফ্রেশ শেয়ারইট এর ভার্সন এর লিঙ্ক দিলাম ডাউনলোড করে ব্যবহার করুন বিরক্তি কর এডস মুক্ত শেয়ারইট।


ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Shareit Apk Download Latest Version

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।