আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও ইডিটিং এর সেরা একটি অ্যাপের পেইড ভার্সন সম্পূর্ন ফ্রিতে। যাই হোক মুল বিষয় দিকে যাই।
আজ যে অ্যাপটি শেয়ার করবো সেটা হচ্ছে পাওয়ার ডাইরেক্টর। এটি একটি নির্ভরযোগ্য ভোক্তা-স্তরের ভিডিও ইডিটিং সফ্টওয়্যার। সকল ধরনের মানুষই এই অ্যাপটি দিয়ে খুব সহযেই যেকোনো ভিডিও প্রফেশনাল মানের ইডিট করতে পারবে। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের স্তরের সাথে মানানসইভাবে পুরোপুরি অভিযোজিত।
এর কয়েকটি মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এক্সপ্রেস প্রকল্প, ম্যাজিক মুভি উইজার্ড, 360-ডিগ্রি ফুটেজ, অ্যাকশন ক্যামেরা সরঞ্জামগুলি, মোশন ট্র্যাকিং, সামগ্রী সচেতন এবং মাল্টিক্যাম সম্পাদনা, এবং এনকোডিং। সকল নতুন ইউটিউবারদের জন্য পাওয়ার ডাইরেক্টর অ্যাপটি অনেক বেশি গুরুত্বপূর্ন।
এই অ্যাপটি ২০১৪ সালে প্লে স্টোরে পাবলিশ করা হয় এবং তখন থেকে এখন পর্যন্ত ৫০ মিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে এই অ্যাপটি, পাশাপাশি এই অ্যাপটিতে প্রায় ১মিলিয়ন মানুষ রিবিউ দিয়েছে। এই অ্যাপটির বর্তমান প্লে স্টোর রেটিং 4.6★
Power Director অ্যাপটি আপনার যেকোনো ভিডিওকে করে তুলবে আরো আকর্ষণীয়। চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আসে এই অ্যাপটিতে।
প্রো এর প্রধান ফিচারসঃ
- ফুল ভার্সন আনলকড
- ভিডিওতে Reflection দিতে পারবেন
- Blur, Opacity, Shadow, Border, Fades, 3D Setting ইত্যাদি চেঞ্জ করতে পারবেন।
- ভিডিও কে রিসাইজ করে 3D ডিজাইন লুক আপ দিতে পারবেন
- রেডিমেট পার্টিকেল ব্যবহার করতে পারবেন।
- অল প্যাক্স আনটেক্সট এর জন্য কতগুলো রেডিমেট টেমপ্লেট ব্যবহার করতে পারবেন।
- ভিডিও বা ছবির মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
- সম্পাদনা, উন্নত ও আপনার ভিডিও ফাইল ব্যক্তিগত রূপ দিন
- সহজেই ভিডিওতে অডিও ট্র্যাক, টেক্সট টাইটেল, ট্রানজিশন ইফেক্ট, ভিডিও ফিল্টার যুক্ত করতে পারবেন
- সমস্ত সেলস এন্ড সার্ভিসেস একটিভিটি মুছে ফেলা হয়েছে
- সকল প্রকার অ্যাডস রিমুব করা হয়েছে
- কোনো প্রকার watermark নাই
- এছাড়া কতগুলো 2D এবং 3D ট্রাঞ্জিশন রয়েছে।
সবচেয়ে মজার ব্যাপার হল, আপনি এ সফটওয়্যারের জন্য আপনি তাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন।
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও Power Director অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি সহযেই যেকোনো ভিডিও ইডিট করতে পারবেন আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডাউনলোড করুন
ডাউনলোড ফ্রম (rexdl): Download
ডাউনলোড ফ্রম (moddroid): Download
প্রিমিয়াম সোর্সঃ Power Director Pro APK
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি