অনেক দিন থেকে বাংলাদেশি ভিপিএন সার্ভার এর জন্য অনেকে ডিরেক্টলি এফবি এবং পোস্টের কমেন্টে জানিয়েছেন তাই তাদের জন্য আজ এই আয়োজন। যাইহোক এন্ড্রয়েডের জন্য বাংলাদেশি ভিপিএন পাওয়া খুব কস্টের, তবে পিসির জন্য বাংলাদেশি ভিপিএন অনেক আছে । আগামিতে হয়ত আরও একটা বাংলাদেশি ভিপিএন শেয়ার করতে পারব। চলুন যেনে নেই সামান্য ইতিহাস আজকের এই ভিপিএন এর তার পরে চলে যাব রিভিও এবং ডাউনলোড ও কিভাবে ব্যবহার করবেন সেইটা নিয়ে। আমি কিন্তু শুধু মাত্র এপস শেয়ার করার জন্য পোস্ট লিখিনা, আপনারা যাতে কিছু জানতে পারেন যা আগে কোখন শুনেনি বা পড়েননি।
১৯৯৮ সালে Ofer Vilenski এবং Derry Shribman প্রতিষ্ঠা করেন একটি সফটওয়্যার ডেভেলোপার কোম্পানি যার নাম দেওয়া হয় KRFTech আর তারপরে ২০০০ সালে এই কোম্পানির যা লাভ হয় সেখান থেকে বানানো হয় Jungo নামের একটি অপারেটিং সিস্টেম যা ভালো নাম ডাক হয়ে যায় । পরে তা Cisco নামের একটি প্রতিষ্ঠান এই Jungo ২০০৬ কিনে নেয়। এর পরেই Ofer Vilenski এবং Derry Shribman চিন্তা করেন কিভাবে এমন একটি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বানানো যায় যার মাধ্যমে একে অন্যর সাথে খুব তারাতারি তথ্য শেয়ার করা যায় (অনেকটা টোরেন্ট এর মত) সারা বিশ্ব জুরে। তখনই শুরু হয় হোলা Hola প্রায় ১৮ মিলিওয়ন ডোলার দিয়ে Skype এবং Hotmail(Outlook) মুনাফা দিয়ে বানানো হয় হোলা কে। ২০০৭ সালে হোলা প্রকাশ পায় যার হেডকোয়াটার ইসরাইলে। এই ছিলো হোলার হালকা পাতলা ইতিহাস। এবার রিভিও যাওয়া যাক
হোলা মুলত একটি ফ্রি ভিপিএন এবং সিডিএন সার্ভিস। এরা সারা বিশ্ব জুরে তাদের সার্ভার বসিয়েছে, তাই যেখানে ইচ্ছা সেইখানকার সার্ভার আপনি ব্যবহার করেতে পারবেন। তবে এন্ড্রয়েডের জন্য এদের ২টি সার্ভিস চালু আসে এক ফ্রি আর প্লাস ভার্সন। এই ২ ভার্সন নিয়ে নিচে আরও আলোচনা করা হবে তাই এখন দেখব কিভাবে এই ভিপিএন ব্যবহার করবেন আপনার স্মার্ট ফোনে। এই ভিপিএন আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবনেঃ
১. আপনার সিলেক্ট করা এপস শুধু মাত্র ভিপিএন কাজ করবে ।
২. আর পুরো এন্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবেন।
এই ভিপিএন সার্ভিস আপনি বাংলাদেশ সহ মোট ১৯৫টা দেশের সার্ভার বা আইপি ব্যবহার করতে পারবেন । এই ১৯৫ টা দেশ শুধু মাত্র হোলা প্লাস ভার্সন এর জন্য। তাই আপনাকে সব দেশ ব্যবহার করার জন্য অব্যশই প্লাস ভার্সন চালাতে হবে, যা আমি নিচে প্লাস ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি।
কি কি ফিচারস আছে হোলাতেঃ
- ১৯৫ টা দেশ এর সার্ভার আসে এতে, আর কি লাগে?
- যেকোন দেশের ব্লক করা আইপি বা ওয়েবসাইট দেখতে পারবেন
- এক ক্লিক সার্ভার পাল্টাতে পারবেন
- আরও অনেক হাবিজাবি আসে ব্যবহার করলে জানতে পারবেন
কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেনঃ
১. নিচের ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
২. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
৩. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
৪. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
ডাউনলোড করুন
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Hola VPN Proxy Plus Mod APK
- নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে। মিস করলে লস। ?
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি
এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে। সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন। আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু। টাটা
আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
নিয়মিত এন্ড্রয়েড এবং উইন্ডোস এর নতুন সব এপস এর আপডেট পাওয়ার জন্য উপরের “Message Us” বাটনে ক্লিক করে এন্ড্রয়েড হলে “Android” আর উইন্ডোস হলে “Windows” লিখে সেন্ড করে নতুন সব এপস এর আপডেট এর মেসেজ পান ফ্রিতে।