Site icon Trickbd.com

Vidmate সমস্যার সমাধান নিন একেবারে, আর ঝামেলা করবে না..

আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালই আছি। কয়েকদিন ধরে একটা কথা শুনে আসছি, Vidmate সমস্যা করতাছে। আমি সমস্যা টা খুজে পাচ্ছিলাম না। কিন্তু যখন ভালভাবে জানলাম এবং নিজেও সমস্যার সামনে পরলাম। ঠিক তখনই বুঝতে পারলাম, আসলে Vidmate এ সমস্যাটা কোথায়। সমস্যা যখন ধরতে পারছি সমাধান তো খুজাই লাগে, তাই সবার জন্য নিয়ে আসলাম Vidmate সমস্যার স্থায়ী সমাধান।

চলুন আগে সমস্যা গুলো কি জেনে নেই।

এর মানে হল, ডাউনলোড দেতে সমস্যা হচ্ছে, Youtube এ প্রবেশ করলে অন্য পেজে নিয়ে যাচ্ছে আর বিভিন্ন প্রকারের এড দেখাচ্ছে। আরও নানা রকমের ঝামেলা তো আছেন।

তাই আজ আমার ট্রিকফক্স ভিজিটরদের কথা ভেবে সমাধান নিয়ে আসলাম। আপনার প্রথম কাজ হলো ওই লিংক থেকে Vidmate Download করে নেয়া এবং নিচের নিয়ম গুলা অনুসরণ করা।

Download করা হলে Install দিয়ে Vidmate এ প্রবেশ করুন। তার সরাসরি Youtube আইকনে ক্লিক না করে Search Bar এ ক্লিক করুন। তারপর https://youtube.com লিখে সার্চ করো।

এখন কোন ঝামেলা ছাড়াই সরাসরি Youtube Website এ নিয়ে যাবে। কোন প্রকার এড ছাড়াই।



এর পর কোন ঝামেলাই হবে না আর, এখন যত ইচ্ছা Download করতে পারবেন।

এর পরও যদি কোন প্রকার সমস্যা খুজে পান কমেন্ট বক্সে জানান, তাহলে হয়তো সমাধান দিতে চেষ্টা করব। আর আপনার মূল্যবান মতা মত দিতে ভুলবেন না।

ধন্যবাদ সবাই কে।
Copyright: trickfox