Site icon Trickbd.com

আনলিমিটেড এক্সপ্রেস ভিপিএন Express VPN-ব্যবহারের পদ্ধতি!!

Unnamed

ভিপিএন – ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা বুঝি এক জায়গায় বসে অন্য জায়গার সার্ভার ইউজ করে ইন্টারনেট সাফার করা! এজন্য আমরা প্লে স্টোর থেকে বা অন্যান্য সাইট থেকে বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করি, যার মধ্যে অধিকাংশই হচ্ছে ফ্রি ভিপিএন! যেগুলো এক সার্ভারে বারবার ঘুরিয়ে-ফিরিয়ে কানেক্ট করে দেয়।

আজকের এই পোস্টটিতে আমি দেখাবো,কিভাবে এক্সপ্রেস ভিপিএন আনলিমিটেড লাইফ টাইম এর জন্য ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রিতে!!

সর্বপ্রথম এক্সপ্রেস ভিপিএন নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ
Express VPN mod Unlimited(Drive Link)

এরপর প্লে স্টোর থেকে থান্ডার ভিপিএন টা ডাউনলোড করে নিবেন,

Thunder VPN(Drive Link)

প্রথমে থান্ডার ভিপিএন এ আমেরিকার একটি সার্ভার কানেক্ট করে নিবেন,

এরপর এক্সপ্রেস ভিপিএন ওপেন করে Start a free trial এ ক্লিক করবেন।


তারপর যেকোন একটি ফেইক ইমেইল এড্রেস দিবেন!! জিমেইল এড্রেস বাদ দিয়ে ।

অতঃপর কিছুক্ষন অপেক্ষা করবেনঃ

এরপর ok-তে ক্লিক করবেন,

এখন দেখবেন আপনাদের একাউন্ট কি সাকসেসফুলি খোলা হয়ে গিয়েছে!!

এখন আসি কিভাবে আনলিমিটেড ব্যবহার করবেনঃ
বেঁচে গেলি এক্সপ্রেসবি পেরে যখন প্রথমে গান করবেন তখন সাতদিনের একটি ট্রায়াল দেয়া হয়। সাত দিনের ট্রায়াল শেষ হওয়ার পর আপনারা শুধু এক্সপ্রেস ভিপিএন এর ডাটা ক্লিয়ার করে দিবেন, এবং আগের মত একটি একাউন্ট খুলে নিবেন।

যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা নিচের লিঙ্ক থেকে আপনার ভিডিওটি দেখে নিতে পারেন এখানে কিভাবে এক্সপ্রেস ভিপিএন একাউন্ট খুলবেন সবকিছুই বুঝানো আছেঃ-

আশা করি পোস্টটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না❤