আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Android ফোনের জন্য সেরা একটি মিউজিক ক্যাটাগরির অ্যাপের আন-অফিসিয়াল প্রো ভার্সন ফ্রিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো মুল বিষয়ের দিকে যাই
Shazam হচ্ছে Android ফোনের সেরা একটি মিউজিক ক্যাটাগরির সফটওয়ার । যেটা খুবই ছোট, সিম্পল, ইজি এবং ফাস্ট একটি সফটওয়্যার । আপনি যেকোনো গান এটার মধ্যে অ্যাড করে যদি শুনেন তাহলে গানটির Lyrics পাশাপাশি গানটির নাম যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে গানটির নামও দেখে নিতে পারবেন। এক কথায় অসাধারন একটি অ্যাপ এটা।
ধরুন আপনি কোনো গানের নামও জানেন না, শুধু মাত্র কয়েক সেকেন্ডের একটা মিউজিক শুনে সেটা পুরো গানটা খুজতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। কেননা যাস্ট কয়েক সেকেন্ডের মিউজিক শুনেই এই অ্যাপটি আপনার কাঙ্কিত গানটির সম্পূর্ন ডিটেলস বলে দিতে পারবে।
.
আপনি চাইলে এটার মধ্যে অফলাইনেই যেকোনো গান রেকোর্ড করে রেখে দিতে পারবেন। পরে যখন ডাটা চালু করবেন তখন অ্যাপটি সেই রেকোর্ডকৃত গানের তথ্য বলে দিবে অটোমেটিক। এখন পর্যন্ত এই অ্যাপটিকে 100 মিলিয়ন এর বেশিবার ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে।
তবে এই অ্যাপটিরও পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন রয়েছে। আপনি ফ্রি ভার্সনে সকল সুবিধা পাবেন না। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারন নেই, কেননা আমি এই অ্যাপটির মোবাইল ভার্সনের ডাউনলোড লিংকটি পোষ্টের নিচে দিয়ে দিয়েছি । সেখান থেকে খুব সহযেই গুগল ড্রাইব হতে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন ।
অ্যাপ ইনফরমেশনঃ
Shazam অ্যাপটি আপনারা ব্যবহার করলেই বুঝে যাবেন এটা কতোটা গুরুত্বপূর্ন একটি অ্যাপ। সো চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আছে এই অ্যাপটিতে।
প্রধান ফিচার্রসঃ
- Singalong to tunes using songs legends, or see their movies
- Identify audio with One-tap
- Shazam off line: Discover music if you are not joined!
- Only Sign into to sync your Shazams
- Stay using the Realtime graphs of Shazam
- Quick connections to Apple Music
মোড ফিচারসঃ
- ফুল ভার্সন আনলোকড
- সকল অ্যাডস রিমুব
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে । আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডাউনলোড করুন
ডাউনলোড: Download Now
প্রিমিয়াম সোর্সঃ Shazam – A Magical Music App
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিলো অ্যাপটি ইনস্টল করার পদ্ধতি
তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।
সর্বপ্রথম প্রকাশিত হয়ঃ TipsJano.Com
যেকোনো প্রয়োজনে,