Site icon Trickbd.com

কিভাবে বুঝবেন কে আপনার মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে

কিভাবে বুঝবেন কে আপনার মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করেছে?

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
প্রথমেই বলে রাখি যদি এই ধরনের টিউন এর আগে কেও করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে?
শুধুমাত্র Hidden Eye অ্যাপ টির মাধ্যমে! এই অ্যাপ টি আপনার মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন। তাহলে দেরি কেন? নিচের লিঙ্ক থেকে এখনি ডাউনলোড করে নিন
Click Here To Download
যেভাবে ইন্সটল করবেন আপনার ফোনে-
ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন।
এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।
Activate device administrator একটিভেট করুন।
আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।
কোন সমস্যা হলে অনুগ্রহ করে টিউমেন্ট করে জানাবেন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময়

Click here more tips