ক্যামেরার এই গোপন কাজ দেখে বড় বড় বিজ্ঞানিরা ও অবাক।হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন,তো আজকে দেখাবো যে ক্যামেরার এই গোপন কাজ গুলো দেখে বড় বড় বিজ্ঞানিরা ও অবাক হয়ে যাবে।
তো চলুন শুরু করা যাক এইটা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের পোষ্ট যা পরে আপনার খুব ভালো লাগবে।
আমরা যে সব পানি পান করি তার মধ্যে যে কত রকমের জীবাণু রয়েছে তা আমরা খালি চোখে দেখতে পাই না।এসব পরিক্ষা করার জন্য বড় বড় যন্ত্রের প্রয়োজন হয় সো আজকে আমরা পানি পরিক্ষা করবো ক্যামেরার সাহায্যে কি কি জীবাণু থাকে।
প্রথমে আপনারা দুই ধরনের পানি নিন যেমন পুকুরের পানি ও টিবওয়েলর পানি।
তারপর আপনার ক্যামেরা উপর এক ফোটা পানি দিন।
তারপর আস্তে করে উল্টা করুন।
এখন একটা ক্যামেরার পিছনে টর্চ লাইট ধরুন।
দেখুন কত প্রকার জীবাণু দেখতে পারছেন এভাবে আপনি খুব সহজে টিবওয়েলের পানিটিও পরিকক্ষা করে নিন।
সো ফ্রেন্ডাস আশা করি পোষ্টা ভালো লেগেছে,
এই পোষ্টি সর্ব প্রথম আমাদের ব্লগপোষ্টে করা হয়েছে।
যদি ভালো লাগে তাহলে আমার a href=”https://trickerun.blogspot.com/?m=1/” target=”_blank”>ব্লগপোষ্টে ঘুরে আসুন।