Site icon Trickbd.com

সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়!

Unnamed



আমরা অনেকে ওয়েব সাইট তৈরি করতে চাই বা তৈরি করি এবং সেটা সঠিক কোড এর জন্য আমাদের মনের মত করতে পারি না।
আজকের এপ্স টা দ্বারা আপনি আপনার মনের মত ওয়েব সাইট তৈরি করতে পারবেন!
মানে অন্যের সাইট এর কোড আপনি খুব সহজে চুরি করে তা আপনার সাইট এ বসাতে পারবেন!
আমি এটা নিয়ে অনেক খুজাখুজির পর খুব সুন্দর একটা এপ্স পাই।
যেটা আমার কাছে খুব ভালো লেগেছে!
যার কারণে আপনাদের কাছে শেয়ার করা,আশা করছি আপনাদের ও ভালো লাগবে!
যদি লাগে এপ্স টা ডাউনলোড করতে পারেন

ডাউনলোড লিংক


ওপেন করার পর,
আপনি যে সাইট এর কোড কপি করবেন সে সাইট এর এড্রেস লিখুন

দেখুন সমস্ত কোড আপনার সামনে এসে যাবে

যদি আপনার ফুল সাইট এর কোড না দরকার হয়, সেক্ষেত্রে আপনি সাইটের যে পেজ টার কোড দরকার সে পেজটার লিংক টা বসান

আমি Trickbd’র সাইন-আপ পেজ টা নিলাম

দেখুনন এখন শুধু মাত্র সেই পেজ টারই কোড দেখাবে পুরো সাইট এর না!

এখন আপনার যে কোড টুকু প্রয়োজন সেটুকু চাপ দিয়ে কপি করে আপনি আপনার কাজ সারতে পারেন

এছাড়াও আপনি যদি আপনার নির্দিষ্ট কোড খানা খুজে না পান
সেক্ষেত্রে আপনি মেনু বার থেকে

সার্চ এ গিয়ে

আপনার কাক্ষিত কোডের নাম লিখলেই তা আপনার সামনে হাজির হবে

এবং আপনার ব্যাকগ্রাউন্ড রঙ যদি পছন্দ না হয়,
তার জন্য আপনি সেটিংস থেকে কালার এ গিয়ে আপনার পছন্দের রং নির্বাচন করতে পারবেন।

যদি আপনার ছোট কোড গুলো দেখতে সমস্যা হয়,তবে আপনি এটার সহযোগিতাই কোড গুলো বড় – ছোট করতে পারবেন।

আপনি চাইলে,
পুরো পেজটার কোড গুলো টেক্সট ফ্যারমেট এ সেইভ করে
নোটপ্যাড এ নিয়ে আপনার মনের মত করে এডিটিং করে নিতে পারেন।

মোট কথা ,
কোড সোর্চ ভিয়ুয়ার এর জন্য এপ্স টা খুবই অসাধারণ।
আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন।

ভালো থাকবেন,
দেখা হবে নতুন কিছু নিয়ে আবারো!