Site icon Trickbd.com

[CLOCK] App Locker এবং Gallery Valut হিসেবে ব্যবহার করুন ঘড়িকে। সকলের চোখকে ফাকি দিয়ে আপনার মূল্যবান ডাটা নিরাপদে রাখুন।[5.37MB]

Unnamed

  • আপনার গুরুত্বপূর্ণ কোনো ছবি ভিডিও কি আপনি আপনার ফোনে লুকিয়ে রাখতে চান? এই ধরণের কাজ করতে আপনারা সাধারণত নানান ধরণের Gallery Vault ইত্যাদি App ব্যবহার করে থাকেন। আপনি কি আপনার গুরুত্বপূর্ণ App অথবা সেটিং ইত্যাদি Lock করে রাখতে চান? এই ধরণের কাজের জন্যও আপনারা ব্যবহার করে থাকেন নানান ধরণের App লকার। কিন্তু আজ এমন এক App দেখাব যার সাহায্য উভয় কাজ সম্ভব হবে এবং এটি একদম ইউনিক।

    DETAILS

    • Size:5.37MB
    • Rating:4.4
    • Download:5M+

    DOWNLOAD LINK

    CLOCK THE VAULT

    SCREENSHOTS







    সুবিধাসমূহ

    1. App টি ওপেন করলে একটি ঘরি দেখতে পাবেন, যা অন্যান্য সাধারণ ঘড়ির মতই কাজ করে।
    2. ঘড়িতে একদম মাঝখানে ক্লিক করুন, তারপর যেকোনো টাইম সিলেক্ট করুন ঘড়ির কাটাগোলো নেড়েচেড়ে। যেমনঃ আমি এখানে ১২ঃ৩০ সিলেক্ট করেছি। তারপর আবার মাঝখানে ক্লিক করলে টাইমটি কনফার্ম করতে বলবে। আবার একই টাইম সিলেক্ট করে কনফার্ম করলে এই টাইমটি হবে আপনার পাসওয়ার্ড।
    3. সাধারণ মানুষের চোখে এটি কেবল মাত্র একটি ঘড়ি হলেও
      আপনার সেট করা টাইম দিলেই এটি হয়ে যাবে একটি Gallery
      Vault.
    4. এখানে সেটিং থেকে আপনি চাইলে App টির Icon চেইঞ্জ করে কোনো Music Player, Calculator ইত্যাদির আইকম দিতে পারেন।
    5. আপনার সেট করা টাইম হবে আপনার App Locker এর পাসওয়ার্ড।যেমনঃ যদি আপনি ৩ঃ২০ সিলেক্ট করেন তবে আপনার পাসওয়ার্ড হবে ০৩২০. সেটিং থেকে আপনি আপনার মূল্যবান App লক করে রাখতে পারেন।
    6. Recovery: পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভারির জন্য আপনার ইমেইল আইডি যুক্ত করে দিতে পারেন.
  • আপনি চাইলে Face Unlock, Fingerprint Scanner এর সাহায্য আপনার Vault ওপেন করতে পারেন। এর জন্য আপনাকে সেটিং থেকে ঠিক করে নিতে হবে।

    বাকি সব কাজ আশা করি ইউস করলে বুজে যাবেন।