প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
আজকে আমি দেখাবো যেখাবো যে, কিভাবে অনলাইনে যেকোনো সাইটের যেকোনো পেজের সম্পূর্ণ স্ক্রিনশট কিভাবে নিবেন?
অনেক সময় নানান কারণে নানান ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, তবে তার জন্য আমাদের ফোন আছে,
আমরা চাইলেই ফোন দিয়ে স্ক্রিনশট নিতে পারি,
তবে ফোনে কিন্ত সম্পূর্ণ পেজের স্ক্রিনশট নিতে পারবো না,
ওকে তাহলে অনলাইনে নানান সাইট আছে যেগুলো থেকেও স্ক্রিনশট নেওয়া যায়, আবার ফুল পেজেরও নেওয়া যায়,
এক্ষেত্রে তো সম্ভব নায় তাই না? আপনি হয় তো একাউন্ট খুলে ফোন দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন তবে সম্পূর্ণ পেজের নয়,
আমি আজকে যেই এপসটি দেখাবো এটাতে Photo Edit থেকে শুরু করে Video Edit, Gif make, pdf to image, online screenshot প্রযন্ত সব কিছুর সুবিধা পাবেন,
তবে মজার বিষয় এপসটি মাত্র ২মেগাবাইট
তবে এই এপসটির এতো গুলো সুবিধা থেকে আমি শুধু স্ক্রিনশট নেওয়ার সুবিধাটিই দেখাবো,
সবার প্রথমে নিচের লিংক থেকে এপসটি ডাউনলোড করে নিন,
Download Apps
এবার…
জায়গায় সেভ করতে চান তা সিলেক্ট করুন, ব্যাস কাজ শেষ,
এভাবেই আপনিও ইছা করলেই যেকোনো পেজের সম্পূর্ণ স্ক্রিনশট নিতে পারবেন,
টুইচবিডি ডট কম,
টুইচবিডিতে প্রতি পোস্টে ৫৳ টাকা, মাত্র ১টি পোস্ট করেই ট্রেইনার হতে পারবেন, মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ বা তার বেশি হলে টাকা বিকাশে নিতে পারবেন,
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন । ধন্যবাদ ।