Online games খেলতে গেলে phone এ লেগ করে নিয়ে নিন সমাধান।
বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন।
আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি দোয়া করবেন যেনো আমি সব সময় ভালো থাকতে পারি।
Trickbd তে আমার অনেক দিন যাবত কোনো পোস্ট করা হয় নাই যার কারন তেমন ভালো কনটেন্ট আমার হাতে ছিল না আপনারা জানেন আমি যে সকল পোস্ট করে থাকি সেগুলা একদিন দুইদিন এর জন্য করা হয় না আমি এমন কোন টিউটোরিয়াল খুঁজি যেগুলা বছরের-পর-বছর মানুষের কাজে লাগবে যাইহোক অনেকদিন পর একটি পেলাম।
অ্যাপ সম্পর্কে কিছু কথা:-
আমরা বাংলাদেশী অনলাইন গেম খেলতে অনেক ভালোবাসি কিন্তু আমাদের মোবাইল তেমন একটা দামী নয় এক জিবি 2 জিবি রেম দিয়ে আমাদের খেলতে হয় যার কারণে আমরা অনলাইন গেম খেলতে গেলে অনেক প্রবলেম এ পড়তে হয় কার মধ্যে।
- ১: গন গন লেগ করা
- ২: নেটওয়ার্ক প্রবলেম
- ৩:ফোনে কাজ না করা
- ৪: পিন প্রবলেম
- আগের তুলনায় অনেকটা আরামদায়ক বাবে খেলতে পারবেন।
- আপনার ফোন এ লেগ করা একটু কমে যাবে আগের তুলনায় অনেকাংশ।
- যাদের pine সমস্যা তাদের আগের তুলনায় নেটওয়ার্ক সমস্যা কমবে।
- গেম খেলার সময় ঘন ঘন হ্যাং করবে না।
তাহলে চলুন কিভাবে এ অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে এই অ্যাপ দিয়ে আপনি আপনার প্রিয় গেম খেলবেন সেটা আমি দেখিয়ে দেই নিচের কিছু স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি সেগুলো ফলো করুন।
তার আগে আপনার অ্যাপটি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে
ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন
এবার একটু লক্ষ্য করুন দেখুন আপনার প্রিয় গেমটির চলে এসেছে আপনি সেটি Add করে নিন
চাইলে আপনি others অপশনে ক্লিক করে নিজের ইচ্ছা মত games Add দিতে পারেন
এবার আপনি যে গেম খেলতে চান সেই গেইম এর ওপরে ক্লিক করুন আমি free fire খেলবো free fire এর উপর ক্লিক করার পর Speed Up ক্লিক করুন
এখন দেখেন 100% লোড হচ্ছে হতে দিন
এখন সেই গেইম open করুন আর খেলতে থাকুন
এখন আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাব এই অ্যাপস কারেন্ট না করে গেম প্লে করে আমার নেটের প্রবলেম দেখুন
এবার দেখুন এই এক কানেক্ট করার পরে আমার নেট সমস্যা অনেকটাই কমে গেছে
এখন যদি আপনারা বলেন যে ফোন লেগ কমেছে সেটার প্রমাণ দেন তাহলে আমি সেই প্রমাণ দিতে পারব না কারণ তার প্রমাণ আপনারা নিজেরাই পেয়ে যাবেন যখন এই অ্যাপ ব্যবহার করার পর আপনারা গেম যখন আরামদায়ক ভাবে খেলতে পারবেন।