Poweramp এর মধ্য যে সমস্যাটি সবার হয়ে থাকে তা হল অডিওর সাথে সাথে ভিডিওগোলো অডিও আকারে মিউজিক লিস্টে চলে আসে। গান শোনার সময় হঠাৎ করে মুভি প্লে হয়ে যায়। এই ধরণের সমস্যা, সমস্যা মনে হলেও এটি কিছুটা উপকারী। যেমনঃ আপনার ভিডিও গান আছে কিন্তু তা শোনার জন্য অডিও মিউজিক প্লেয়ার ছেড়ে আপনাকে ভিডিও প্লেয়ারে যেতে হবে অথবা গান কনভার্ট করে শোনতে হবে। এখন কাজের কথায় আসি কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন।
ধাপসমূহ
- প্রথমে সকল গান একটি ফোল্ডারে নিয়ে আসুন ফাইল ম্যানেজারে গিয়ে।
- Poweramp—> Settings এ যান।
- Folder And Library তে যান।
- এখানে দুটি কাজ করতে হবে। প্রথম কাজঃ Ignore Short Track এ গিয়ে 30 এ ক্লিক করুন। এতে করে ফোনে থাকা Notification Sound,Alarm Sound, ছোটখাট সাউন্ডগোলো আর Show করবে না।
শেষ কাজঃMusic Folders এ গিয়ে প্রথমে আপনি যে ফোল্ডার
খুলেছেন সকল মিউজিক এক জায়গায় রাখতে সে ফোল্ডারটি
আনসিলেক্ট করে দিন। ব্যাস কাজ শেষ এবার App রিস্টার্ট দিন
আর দেখুন আপনার কাজ হয়ে গেছে।
Poweramp ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
SUPPORT ME
ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM