Site icon Trickbd.com

মুখে বাংলা ভাষা বলুন এবং দেখুন তা বাংলা লেখাতে পরিবর্তন হয়ে যাবে।

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি Android Apk নিয়ে যার মাধ্যমে আপনি চাইলেই আপনার মুখের ভাষাকে বাংলা লেখাতে বদলাতে পারবেন কি ব্যাপারটা মজার না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি তা করবেন
আমরা অনেকেই আছি বাংলা ব্লগ অথবা ফেসবুক এর স্ট্যাটাস কিংবা অফিশিয়াল কাজ গুলো করার জন্য টাইপিং এর কাজ করে থাকি।
কিন্তু প্রযুক্তির উন্নতির কারনে আমরা আজ অনেক জটিল কাজও সহজেই করে ফেলছি।
যেমন ধরুন আপনার হাতের Smart Phone টির কথা আজ এটা দিয়ে কম বেশী অনেক কাজ করা যায় ব্রাউজিং , গেমিং, মুভি দেখা, কেনাকাটা, কথা বলা, গান শুনা, ছবি তোলা বা ভিডিও করা আরো কত কিছুই না করা যাচ্ছে এই ছোট্ট ডিভাইস টির মাধ্যমে এটাই হচ্ছে প্রযুক্তির অবদান।
কোন এক সময় এটা ছিল কেবল মাত্র যোগাযোগের মাধ্যম। তো এতো কিছুই যেহেতু করা যাচ্ছে তবে চলুন না লেখার মাধ্যম কে আরো সহজ করে নেই এতে বাচবে সময় এবং দ্রুত হবে কাজের গতি।
প্রথমত আপনার এই কাজটি করার জন্য যে Apk দরকার হবে তার লিংকে পোষ্টের শেষে দেওয়া হয়েছে।
এবং ইন্টারনেট চালু রাখতে হবে Apk টি চালানোর সময়।
প্রথমে Apk টি ডাউনলোড করুন।
এবং Install করা হয়ে গেলে Open করুন।
 ছবিতে দেখানো Record Icon টিতে টাচ করুন।
উপরের মত আসলে আপনি যা বাংলা Text আকারে পেতে চান তা বলুন।
আপনি যা বলবেন তা Text আকারে পাবেন যেমন আমি যা বলেছিলাম তা উপরের চিত্রে বাংলাতে পরিবর্তন হয়ে গেছে এবার আপনি চাইলে লেখা গুলো Copy করে ফেসবুক কিংবা ব্লগ অথবা অফিশিয়াল কাজে ব্যবহার করতে পারেন।
এতে আপনার কষ্ট কমে যাবে আর বেচে যাবে সময়।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যে: Cyber Prince