Site icon Trickbd.com

Blood IN Need – যে অ্যাপ দিবে আপনার প্রয়োজনীয় রক্তের সন্ধান

Blood IN Need

আমাদের দেশে এখন প্রায় অনেকের যখন প্রয়োজনে ব্লাড লাগে এদিক ওদিক খুজতে থাকি, আবার অনেক সময় তো রক্ত পাওয়াও যায় না।
ব্লাড ডোনেসের ব্যাপারটাকে ইজি করার জন্যে যাতে সহজে আপনি ডোনারকে খুজে পান আর এইছাড়া যাতে আপনি অন্যের প্রয়োজনে ব্লাড ডোনেট করতে পারেন এই অ্যাপটি তার জন্যই বানানো হইছে।

App Features :

১. অ্যাপে আপনি প্রয়োজনে Need Blood এ গিয়ে সব Details fill up করে আপনার রিকুয়েস্ট পোস্ট করতে পারবেন।
২. আপনি চাইলে আপনার পোস্ট edit, delete করতে পারবেন।
৩. অ্যাপে প্রোফাইল edit ও করতে পারবেন।
৪. অ্যাপে চ্যাটিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে একজন আরেকজনের সাথে চ্যাটিং করতে পারবেন।
৫. ফাইন্ড ডোনারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ব্লাড গ্রুপ আর জেলা সিলেক্ট করে সার্চ করতে পারবেন।

Notification System


১. এইছাড়া অ্যাপে রিকুয়েস্ট নোটিফিকেশন সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে যখন কেউ চট্টগ্রাম বিভাগ বা অন্য বিভাগ থেকে পোস্ট করবেন তখন উক্ত বিভাগের সব ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন যাবে।
২. মেসেজ নোটিফিকেশন সিস্টেম রয়েছে, যখন কেউ মেসেজ করবে তখন নোটিফিকেশন আসবে সাথে সাথে।
৩. এইছাড়া আপনি edit profile থেকে ব্লাড ডোনেসনের রিমাইন্ডার সেট করতে পারবেন, যা আপনাকে যে ডেট সেট করবেন সেই ডেটে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে, আপনি ব্লাড দিতে পারবেন।

Notification Setting :


নোটিফিকেশন সেটিংএ গিয়ে আপনি নোটিফিকেশন অফও করতে পারবেন।

Situation Category :


Situation এর উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়েছে ব্লাড রিকুয়েস্টকে
১. Emergency.
2. Donate On Time.
এই টা Situation পোস্ট করার সময় সিলেক্ট করতে পারবেন।

নিচে সব ScreenShots:

App link:


Blood in Need

User Guide :


https://youtu.be/tGay9ZKgf5U

যদি কোনো প্রকার সমস্যা বা কিছু জানার থাকে আমার সাথে কন্টাক্ট করতে পারবেন।
ধন্যবাদ।

Contact Me