আমাদের ফোনের ঠিক নিচে ব্যাক বাটন,হোম বাটন এবং রিচেন্ট বাটন থাকে।

এই বাটন গুলোর নিচে, বাটন গুলোকে ঘিরে এক্সট্রা একটা জাগা রয়ে যায়।
ফলে-ফোনের ডিসপ্লে বডির ভিতরে যা কিছু থাকে সে কন্টেন্ট গুলো,বাটন গুলোর জাগাই আসতে পারে না।
বাটন কে ঘিরে জাগা টা অকেজো হয়ে থেকে যাই।
কিন্তু আপনি চাইলে এখন বাটন এর পাশাপাশি সেই জাগা টা কে একটু কাজে লাগাতে পারেন।
হুম আপনি এখন চাইলে সে বাটন গুলোর নিচে,যেকোন টেক্সট,ফোটো, এনিমেশন বসিয়ে ফোন কে আলাদা একটা লুক দিতে পারেন।
ঠিক এমন,

তো এ কাজটি করার জন্য আপনার একটা এপ্স এর দরকার পড়বে।

ইনস্টল করে নিন।
তারপর ওপেন করুন

এখন পারমিশন গুলো

দিয়ে নিন

পারমিশন দেওয়া হয়ে গেলে,এ জাগাই ক্লিক করুন ফোটো দেওয়ার জন্য।
যেটা আপনার দেওয়া লেখার নিচে শো করবে।
আপনি চাইলে একাধিক ফোটো চুস করতে পারেন।

এবার এখানে দেখুন,
আপনি আপনার ফোটো গুলো কে কতক্ষণ সময়ে উপর-নিচ করাতে চান
সেটা দিতে পারবেন।

এছাড়াও ডানে স্যয়েপ করলে আপনি আরো কিছু সেটিংস পাবেন।
এখানে আপনি ফোটোর উপর লেখা দিতে পারবেন

তারপর যা ইচ্ছা লিখুন

এর নিচে আপনার দেওয়া টেক্সট কে কোন অবস্থানে দেখতে চান।
সেটা খুব সুন্দর ভাবে আপনি কাস্টমাইজড করতে পারবেন।
আপনার দেওয়া টেক্সট এর বিভিন্ন কালার চুস করতে পারবেন।

এপ্স টি আমার কাছে খুবই ভালো লেগেছে।
চাইলে ব্যবহার করতে পারেন।

সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।

4 thoughts on "আপনার ফোনের রিচেন্ট,হোম,ব্যাক বাটনের নিচে যেকোন টেক্সট এবং ফোটো সেট করুন"

    1. MD Kholil Author Post Creator says:
      Thank You
  1. Nur Md Nirob Contributor says:
    nice post. thnxxx
    1. MD Kholil Author Post Creator says:
      And aslo
      Welcome for your feedback!

Leave a Reply