আমরা সবাই অডিও গান শুনে থাকি,
মাঝে মাঝে আমরা সেই অডিও গানের ভিতর অন্যের নাম, ছবি বা কোন ওয়েবসাইট এর লোগো সেই সাইট এর নাম ইত্যাদি দেখতে পাই।
এখন চাইলে আমরা বা আপনি অডিও গানে আপনার ছবি,নাম সেট করতে পারবেন।
অন্যভাবে বলা যায়,
আমরা যারা ইতিমধ্যেই আমাদের কাজের জন্য বা নিজ প্রয়োজনে অডিও গান এডিট করি,
আমাদের একটা একটা করে অডিও গান এডিট এ খুব বিরক্তি লাগতো!!
কিন্তু এখন আপনি চাইলে,
সব গানে একসাথে আপনার নাম অথবা আপনার ওয়েবসাইট এর নাম সাথে ছবি বসাতে পারবেন!
চলুন দেখি কি ভাবে–,
এপ্স লাগবে একটা
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.34.00.jpg)
এখন ব্রাউজ এ ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.34.42.jpg)
তারপর আপনার গানের ফোল্ডার সিলেক্ট করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.43.37.jpg)
এর পরের ধাপে,
আপনি আপনার নাম সহ যা যা দিবেন সেটা দিন।
আমি দিলাম না
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.44.37.jpg)
ARTwork এ ক্লিক করুন ছবি দেওয়ার জন্য।
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.45.24.jpg)
তারপর +from file এ ক্লিক করে আপনার কাক্ষিত ছবি টি বাচাই করে নিন
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.47.44.jpg)
তারপর Remove existing এ একটা টিকমার্ক দিয়ে Ok ক্লিক করুন।
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.50.01.jpg)
এবার রেজাল্ট দেখুন।
![](https://trickbd.com/wp-content/uploads/2020/03/04/PicsArt_03-04-01.51.20.jpg)
তো এভাবে আপনি সব অডিও একসাথে এডিট করতে পারবেন।
আশা করছি,
আপনাদের খুব ভালো লেগেছে।
ফিরে আসবো নতুন কোন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন।
অাহারে Trickbd
হিয়াল্লাই নি ভাব লন??