আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
Poweramp ইন্ডিয়ার জন্য ৪৮ রুপি দিয়ে poweramp full version অফার দিয়েছে প্লে স্টোরের জন্য।
অনেকের স্বপ্নের মিউজিক প্লেয়ার এটি তবুও টাকার অভাবে কিনতে পারেন নাই,অনেক সময় মুড ভার্সন ডাউনলোড করলেও সেগুলোতে প্রচুর সমস্যা থাকে।
তাই আসুন আজ দেখি কিভাবে কম টাকাই এটির ফুল ভার্সন প্লে স্টোর থেকে কিনতে পারবেন।
ত প্রথমে এর প্রাইজটি দেখে নিনঃ-
যেভাবে প্রাইজ কম করবেনঃ-
প্রথমে ভিপিএন এ ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করে নিন।
ভিপিএন এর জন্য আমার আগের পোস্ট দেখতে পারেন-
তারপর প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে দিয়ে প্লে স্টোর ওপেন করুন।
Poweramp Full Version লিখে সার্চ দিলেই দেখবেন নিচের ছবির মতো শুধু ৪৮ রুপী দেখাবে।
ভিন্ন পদ্ধতিঃ-
Account >Preference থেকেও কান্ট্রি চেঞ্চ করতে পারবেন।
এক কথাই যেভাবেই হোক নতুন জিমেইল খুলে হলেও ইন্ডিয়ান রিজিয়ন দিয়ে এই অফারটি নিন, অফারটি সীমিত সময়ের জন্য।
সতর্কতাঃ-
আপ্স টি কিনে ইন্সটল করার পর আনইন্সটল করলেই আপনার সাবক্রিপশন ক্যানসেল হয়ে যাবে এবং ব্যালেন্সে রিফান্ড রিকুয়েষ্ট আসবে গুগলের রিফান্ড পলিসি অনুযায়ী, তাই এ সর্ম্পকে অবশ্যই সতর্ক থাকবেন।
আশা করি পোস্ট টি ভালো লেগেছে আর কারো ক্রেডিট কার্ড প্রোবলেম হইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
ধন্যবাদ।
আলোচনার জন্য আমার টেলিগ্রাম গ্রুপ-