হেই গাইস আমি ইমরান, কেমন আছেন জানতে চাইলাম না কারণ জানি ট্রিকবিডি তে যারা ভিজিট করেন তারা সব সময় ভালোর দলেই থাকেন!
আপনি নিশ্চয়ই টাইটেল দেখেই পোস্টটি দেখার জন্য ছুটে চলে আসছেন তাই না? এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি অথবা আপনার পরিবারে কেউ একজন কৃষক নিশ্চয়ই আছেন।
হ্যাঁ আপনাকেই বলছি আপনি যদি সত্যিই একজন কৃষক হয়ে থাকেন, তাহলে পোস্টটি কষ্ট করে শেষ পর্যন্ত পড়ুন কারণ আজকের পোস্টটি আপনার উপকারেও আসতে পারে!
কৃষকেরা এত কষ্ট করে ধান চাষ করে সেই ধান বিক্রি করার সময় যখন ন্যায্য দাম পাইনা তখন আমার নিজেরই অনেক কষ্ট হয় তো ওই কৃষকের কথা আর কি বলব, তবে হ্যাঁ ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার দিন শেষ হয়ে এসেছে এবার।
তবে কৃষকদের এই ভোগান্তি আর পোয়াতে হবেনা আশা করছি, ডিজিটাল এই বাংলাদেশ প্রযুক্তির যেন লাফদিয়ে ডিজিটাল হয়ে উঠছে, তাই এই প্রযুক্তির কল্যাণে “কৃষকের অ্যাপ” নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কৃষিজীবী মানুষের জীবনে নতুন
দিগন্তের উন্মোচন ঘটাতে যাচ্ছে।
এই অ্যাপের মাধ্যমে মূলত কৃষকেরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পারবেন, বিক্রেতা রা এই অ্যাপে সরকারের কাছে আবেদন করতে পারবেন, এবং যারা আবেদন করবেন তাদের কেউ সরকারের পক্ষ থেকে কল করে যোগাযোগ করা হবে। তাই আপনি যদি একজন ধান বিক্রেতা হন তাহলে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে রাখুন এখনই।
তো চলুন ঝটপট জেনে নিই অ্যাপটির ফিচারস গুলো!
১। বর্তমান মৌসুমও ধানের বিনির্দেশ মান সংক্রান্ত তথ্য জানা যাবে!
৩। হয়রানির সম্মুখীন হলে অভিযোগ দাখিলের ব্যবস্থা নেয়াও যাবে!
তো এখন প্রশ্ন হচ্ছে যেসব গ্রাহকের স্মার্ট ফোন নাই তারা কিভাবে এই সেবা পেতে পারে? এর উত্তর সেক্ষেত্রে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে এ সেবা নিতে পারবেন তিনি, তার জন্য অবশ্যই আপনাকে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করে নিতে হবে।
যেসব সুবিধা গুলো পাচ্ছেন;
১। স্বল্প সময়ে ,কম খরচে এবং ন্যূনতম সংখ্যক ভিজিটে ধান বিক্রয়য়ের ক্ষেত্রে সরকারি সেবা প্রাপ্তি
২। ধান বিক্রয়ের ক্ষেত্রে কৃষকের হয়রানি কমানো
৩। অ্যাপ /SMS এর মাধ্যমে তাৎক্ষনিক ভাবে নিবন্ধন অনুমোদন, বিক্রয়ের আবেদন অনুমোদন, বরাদ্দাদেশ জারী, WQSC প্রভৃতি সম্পর্কে অবহিত হওয়া।
সবকিছু ঠিকঠাক থাকলে,ধান বিক্রি করার জন্য কবে কোন গুদামে যেতে হবে সেটা এই এসএমএস করে জানিয়ে দিবে আপনাকে।
আর এই সরকারি অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মধ্যে থাকা প্লে স্টোর এর মধ্যে এবং সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে “কৃষকের অ্যাপ” তাহলেই পাওয়া যাবে!
আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিংক এখানে পাবেন।[
তো এই ছিল “কৃষকের অ্যাপ” এর ছোটখাটো একটা রিভিউ ভাল লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আজকের মত এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯টা ৩০ মিনিটে!
তো যাওয়ার আগে বলবো,কারো ওপর অতটা ডুবে যেও না যতটা ডুবে গেলে নিজেকেই ভেঙে পড়তে হয়! খোদা হাফেজ।