ইংরেজি শেখার জন্য অনলাইনে অনেকগুলো এপ্লিকেশন
আছে। তার মধ্য কিছু এপ্লিকেশন আমার পছন্দ হয়েছে। আজকে তার মধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত যে সকল সুবিধাগুলো এপ্লিকেশন দিয়ে থাকে তা হল, ডিকশনারি, ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং ইত্যাদি। কিন্তু নিচে যা শেয়ার করছি তা অন্যান্য এপ্লিকেশন থেকে সম্পূর্ণ আলাদা। নিচে এর সুযোগ-সুবিধা নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি।
সুবিধাসমূহ
- প্রথমত ডিকশনারি আছে ইংলিশ 2 বাংলা
- আপনার নিজের ভাষায় ইংরেজি শেখার সুবিধা
- লাইভ টিচার ক্লাস
- গ্রামারের বিভিন্য অংশের আলাদা আলাদা লেসন, এক্সাম্পল এবং প্রেক্টিস
- স্কোর এর ভিত্তিতে রেংকিং সিস্টেম
- শিক্ষক হওয়ার সুবিধা
- শতাধিক লেসন
- শিক্ষকদের প্রশ্ন করার সুবিধা
- কনভারসন প্রেক্টিস এর সুবিধা
DETAILS
- Rating: 4.6
- Size: 37MB
- Download:10M
DOWNLOAD
SCREENSHOTS
SUPPORT ME
হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।
SUPPORT ME ON TELEGRAM