হ্যালো ফ্রেন্ডস
সবাই আশা করি অনেক ভালো আছেন।
যে যেখানে থাকুন সুস্থ থাকুন।
আজকে আমি আপনাদের মাঝে দারুন একটা অ্যাপস শেয়ার করবো যে অ্যাপসে বলে দিবে
আপনার আশেপাশে কোন করোনা রোগী আছে কি না,বা নতুন কেউ আক্রান্ত হয়েছে কি না।
তবে বন্ধুরা এই অ্যাপস শুধু ভারত বাসীদের জন্য ভারত সরকার তৈরি করছি,আমাদের দেশে এটা এখনও লন্স করেনি।
একটা বিষয় মানে হবে সেটা হচ্ছে করোনাভাইরাস
এজন্য সরকার একার পর একটা পদক্ষেপ নিচ্ছে।
রিসেন্টলি সরকার আমাদের জন্য প্লেস্টর ও অ্যাপ স্টোর এই অ্যাপস পাবলিশ করছে।
অ্যাপসটির নাম আরোগ্য সেতু এই অ্যাপটি আগে ৫ মিলিয়ন ছিলো এখন বর্তমানে 50+ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন কতটা কার্যকরী অ্যাপস।
তো আজকে এই অ্যাপ নিয়ে কথা বলবো কি ভাবে ব্যবহার করবেন সমস্ত ফিচারস বলবো।
আপনি নিরাপদ আছেন কি না বা আপনার আশেপাশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত আছে কি না সমস্ত কিছু তুলে ধরবো।
তো ফ্রেন্ডস চলুন প্রথমে আমরা অ্যাপটা ডাউনলোড করে নিয় এবং ওপেন করি।
তারপর আপনার ভাষা নির্বাচন করুন।
Next ক্লিক করুন।
এখানে বিভিন্ন ধরনের ইনকটেশন পাবেন সোয়েপ করে চলে আসুন এবং রেজিস্টার ক্লিক করুন।
এখানে হচ্ছে মেইন পয়েন্ট তারা একটা পারমিশন চাইছে যে আপনার লোকেশন এবং ব্লুটুত অন করে রাখতে বলেছে তাহলে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার আশেপাশে কোন করোনা রোগী থাকলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে এখন বলবেন কি ভাবে সম্ভব ভাই আরে ভাই আপনার মতো হাজারো পাবলিক এই ও করোনাভাইরাস রোগীর তথ্য সরকারের ডেটা বেজে থাকবে তো যদি কোন করোনা রোগী আপনার এলাকায় থাকে তাহলে সরকার আপনার লোকেশন দেখে বুঝতে পারবে এবং আপনাকে নোটিফিকেশন দিয়ে সতর্ক করে দেবে।আর এই তথ্য ভারত সরকারের কাছে থাকবে।
লোকেশন allow করে দিন।
আপনার নাম্বার জমা দিন।
আপনার নাম্বারে OPT কোড আসবে।
আপনার কিছু বিবরণ দিন।
আপনি যদি স্বেসেবক হতে চান তাহলে ঐ ঘরে টিক দিন প্রয়োজন হলে সরকার কল দিবে।
কভিড -১৯ সহায়তা কেন্দ্রসমূহ ক্লিক করুন।
এখানে পুরো ভারত বর্ষের সহায়তা কেন্দ্রের নাম্বার পাবেন যেখান থেকে আপনি সেবা পাবেন।
স্ব-মূল্যায়ন পরিক্ষা ক্লিক করুন।
তাহলে চলুন একটা পরিক্ষা করা যাক___
আপনার যদি অন্য কোন সমস্যা থাকে তাহলে অন্য টা সিলেক্ট করে তাদের অনুসরণ মোতাবেক কাজ করুন যদি আপনার কোন সমস্যা তাহলে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন ধন্যবাদ।
আশা করি পোষ্টা আপনাদের ভালো লেগেছে।
আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্বে সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।