Android তার প্রতি আপডেটে Screen Rotation এ কিছুটা
পরিবর্তন আনে। এখন Android 10 হচ্ছে লেটেস্ট ভারশন। এর
আগের ভারশন অর্থাৎ Android Pie তে Screen Rotation এ
সবচেয়ে যে বড় পরিবর্তন আনে তা হল আপনার Screen Landscape অথবা Portrait অবস্থায় নিয়ে গেলে স্ক্রিনের নিচে একটি আইকন আসবে যা ক্লিক করলেই আপনার স্ক্রিন রোটেট হয়ে যাবে। এই ফিচারটির কারণে স্ক্রিন রোটেট করা হয়ে গিয়েছে অনেক সোজা। কিন্তু আমার ফোন Android Pie হওয়া সত্ত্বেও আমি এই ফিচারটি পাইনি। তার একমাত্র কারণ হচ্ছে On Screen Soft Keys না থাকায়। কিন্তু আজকে যে এপ্লিকেশন টি দেখাচ্ছি এতে আপনি যেকোন মডেলের ফোনে যেকোন ভারশনের Android এ ইউস করতে পারবেন এবং Android Pie এর Screen Rotating System এর সুবিধা নিতে পারবেন। এর সুবিধাগুলো হল ফ্লোটিং বাটন মাত্র অল্প কিছুক্ষণ এর জন্য স্ক্রিনে আসবে এতে আপনার বিরক্ত লাগবে না। তাছাড়া
কাস্টমাইজ এর অনেক অপশন এপ্লিকেশন সেটিং এ পাবেন।
DETAILS
- Rating: 4.5
- Size: 5MB
- Download:100K
DOWNLOAD
SCREENSHOTS
SUPPORT ME
হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।