#MugLife হচ্ছে জনপ্রিয় একটি এপ্লিকেশন যা এখনো ডেভেলপমেন্ট এ আছে কিন্তু তা সত্ত্বেও এর ডাউনলোড ১০ লাখ পার হয়ে গিয়েছে এবং এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই এপ্লিকেশনটির কাজ হচ্ছে কোনো মুখের ছবি নিয়ে তাতে ভিন্য রকমের অংগভংগি দেয়া। এতে আপনি ট্রাম্প থেকে শুরু করে নিজেরসহ যে কারো ছবি দিয়ে বিভিন্য ফানি এক্সপ্রেশন তৈরি করতে পারবেন। এতে রয়েছে হাজার হাজার মাগ বা
মুখের এক্সপ্রেশন যার এবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করা একদম সোজা। ইন্সটল করে গ্যালারি থেকে কোনো ছবি সিলেক্ট করে পছন্দের মাগ সিলেক্ট করলে কাজ শেষ। তবে এখানে আপনার অবশ্যই ডাটা কানেকশনের প্রয়জন হবে। আপনার তৈরিকৃত মাগ আপনি
Gif বা ভিডিও হিসেবে Export করতে পারবেন এবং আপনার সোশাইল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আপনার কোনো ফ্রেন্ড বা কোনো মানুষকে ট্রল করতে আপনি এটি ব্যবহার করতে পারেন। এটি খুবই মজাদার একটি এপ্লিকেশন এবং এর এক্সপ্রেশন গুলো আসলেই অদ্বিতীয়। আপনার যদি কাউকে ট্রল করার ইচ্ছে থাকে বা মজাদার কোনো Gif বানানোর ইচ্ছে
থাকে তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ছবিতে যেন মুখ স্পষ্ট বুঝা যায় নয়ত আপনার ছবি দিয়ে মাগ তৈরি করতে পারবেন না।
DETAILS
- Rating: Unknown
- Size: 90MB
- Download: 1M
DOWNLOAD
SCREENSHOTS
আশা করি ছবির ব্যাক্তিটি মাইন্ড করবেন না। ?
SUPPORT ME
মাত্র ৩০ সেকেন্ড সময় অপচয় করে আমাকে সাহায্য করতে পারেন।