Site icon Trickbd.com

Life Save – রক্ত দিন জীবন বাঁচান

Unnamed

অনেক দিন পর আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম, অ্যাপ রিভিউ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন।

আজকে অ্যাপটি একটু ভিন্ন ধরনের এইটা হলো Blood Bnak বির্তক একটি অ্যাপ অর্থাৎ এই অ্যাপ এর মূল কাজ রক্ত দাতাদের ডাটা সংগ্রহ করা। আমরা সবাই Blood Bank সম্পর্কে জানি। ব্লাড ব্যাংকে সরাসিভাবে রক্ত জমা থাকে কিন্তু এই অ্যাপ রক্ত জমা না থাকলে ও আপনার আমার আমাদের সবার ডাটা সংগ্রহ করবে, কারো যদি রক্তের প্রয়োজন হয় সে এই অ্যাপের মাধ্যমে বিস্তারিত দেখে যোগাযোগ করবে, তখন আপনার রক্ত দিয়ে সাহায্য করতে পারবেন।

হয়ত এই অ্যাপের মাধ্যমে আমাদের রক্ত দান নিয়ে বেঁচে যেতে পারে অন্য কারো জীবন।

হয়ত এই অ্যাপ আপনার বা আপনার প্রিয় জনের কোনো একদিন রক্তের চাহিদায় কাজে আসতে পারে।

সবার প্রতি অনুরোধ রইল – অ্যাপটি ইনস্টল করে আপনাদের Blood Group, Last Donate, Name, Mobile Number দিয়ে একাউন্ট করে নিতে।

App Download Link

এখন চলেন কিভাবে একাউন্ট করবেন এবং অন্য ফিউচার সম্পর্ক সম্পর্কে জানি।

অ্যাকাউন্ট করা খুব সহজ অন্যান্য অ্যাপস এর মতই।

অ্যাপটি ওপেন করার পর Sing Up বাটনে ক্লিক করুন।

আপনার নাম্বারটা দিয়ে Send OTP বাটনে ক্লিক করুন। নাম্বারটা 0 ছাড়া দিবেন।

সে নাম্বার দিয়ে Send OTP ক্লিক করেছিলেন, সেই নাম্বারে দেখবেন একটা ৬ অক্ষরের কোড গেছে।

৬ অক্ষরের কোড দিয়ে OTP Verify বাটনে ক্লিক করুন।

এর পর আর একটি পেজ ওপেন হবে। সেখানে আপনার নাম, ইমেইল আইডি, জন্মতারিখ, লিঙ্গ, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করুন।

এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে।

এরপর ইমেইল, পাসওয়ার্ড দিয়ে Sing In বাটনে ক্লিক করুন।

লগইন করার পর হোম স্ক্রীন ওপেন হয়ে যাবে। আপনি যদি চান রক্ত দান দিবেন। তাহলে উপরে থ্রি লাইনে ক্লিক করুন।

Donate বাটনে ক্লিক করুন।

আপনার নাম, রক্ত গ্রুপ, সর্বশেষ রক্ত দানের তারিখ, আপনার ঠিকানা নির্বাচন করুন এরপর Donate Request বাটনে ক্লিক করুন।

এখন রক্ত দানের ডাটা অ্যাপ এর মধ্যে যোগ হয়ে গেছে।

Profile ক্লিক করলে আপনার দেওয়া ডাটা দেখতে পারবেন।

চাইলে আপনার ডাটা পরিবর্তন করতে পারবেন।

বাটনে ক্লিক করলে আপনার ডাটা পরিবর্তন করতে পারবেন।

আপনার ডাটা পরিবর্তন করে Save বাটনে ক্লিক করলে আপনার ডাটা পরিবর্তন হয়ে যাবে।

এতক্ষণ আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

আবার অনুরোধ করছি আপনাদের ব্লাড গ্রুপ অ্যাপসটিতে এখন করে নিন। হয়তো আপনার রক্ত দিয়ে বেঁচে যেতে পারে অন্য কারো জীবন।

ভুলত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।