YouTube– ইউটিউব হলো অনলাইন ভিডিও দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বিশ্বের কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। তবে মাঝে মাঝে এখানে প্রচুর বিরক্তিকর এড দেখায় এবং তা আমাদের মূল্যবান সময় নষ্ট করে, এবং অতিরিক্ত এমবি খরচ এর কারণ হয়ে দাঁড়ায়।
আমি জানিনা, যারা এই পোস্ট পড়ছেন তাদের মধ্যে কয়জন পছন্দ করে ইউটিউবের বিরক্তিকর এড দেখা|
ভিডিও দেখার শুরুতে বা মাঝে হঠাৎ একটি এড চলে আসা সত্যিই যন্ত্রনাদায়ক, যা আপনি আর আমি ভালই বুঝি| তাছাড়া আরেকটি সমস্যা এই যে ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যায় না|
তাই এসব ঝামেলা থেকে মুক্তি পেতে একটা সমাধান অবশ্যই প্রয়োজন| তো সমস্যাটার একটা সহজ সমাধান আপনাদের শিখিয়ে দেয়ার উদ্দেশ্যই আমার এই পোস্ট শুরু করছি|…
Youtube Vanced – ইউটিউব ভ্যান্সড হলো ইউটিউবের জনপ্রিয় মোডেড সংস্করণ । এতে আছে বিল্ট-ইন অ্যাডব্লকিং, ইউটিউব প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক, ডার্ক থিম এবং আরও অনেক সুবিধা।
1st Step:(১ম ধাপ)
এই দুটি এপ ডাউনলোড করুন-(এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না তাই নিচের দেয়া গুগোল ড্রাইভ লিংক ক্লিক করে এপটি ডাউনলোড করে নিন)
১/YouTube Vanced Premium[Drive-size:63.61mb]
২/Vanced MicroG[Drive-size:11.14mb] (ইউটিউব একাউন্টে লগইন করার জন্য এই অ্যাপটি ইন্সটল করতে হবে।)
2nd Step:(২য় ধাপ)
এপ দুটি ইনস্টল করার পর YouTube Vanced App টি ওপেন করুন|
3rd Step:(৩য় ধাপ)
এবার উপরের ডান পাশের আইকন(icon) এ ক্লিক করে , +Add Account এ ক্লিক করুন এবং নতুন পেইজে আপনার ইমেইল এবং এর পরের পেইজে পাসওয়ার্ড দিয়ে ঢুকে যান | আর উপভোগ করতে থাকুন এড মুক্ত এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালু রাখার সুবিধা সহ প্রিমিয়াম ইউটিউব সুবিধা সমূহ!
তাছাড় YouTube Vanced এপটির আরো সুবিধা:
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ভালো লাগলে শেয়ার করতে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
You must be logged in to post a comment.
helpful tricks thanks কিন্তু সবাইকে অনুরোধ করব যাতে কেও এড ব্লকার ব্যাবহার না করে। কারন সবাই কস্ট করে ভিডিও বানায় কিছু আয় করার জন্য।
জ্বি, যাদের দরকার তারাই ব্যবহার করবে আশা করি |
Good post. but app ta beshi boro
ইউটিউব ভেন্সড এপটি ৩২ এমবির মতো |
good post. thanks
ধন্যবাদ| ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন 😍
vhai ageo eta nia post hoise trickbd te dekben please,
জ্বি , তবে নতুনদের জন্য দিলাম |
direct apps nstall hoy na…..
লিংকে ক্লিক করার পর যে পেইজে নিবে, তার উপর দিকে একটা ⬇ চিন্হ থাকবে , ঐখানে ক্লিক করলে ডাউনলোড হবে |
নিয়ে নিন Youtube premium💥💯
https://drive.google.com/file/d/13vZJ66r5JMXVMQIOz8TgHhRhI1g3Defz/view?usp=drivesdk
Not spam please.
এখানে স্প্যাম কোথায় দেখলেন?
আপনার মত একই অ্যাপ এর উপর বারবার পোস্ট দেওয়ার চেয়ে এটা অনেক ভালো,
ইউটিউব প্রিমিয়াম অ্যাপের গুগোল ড্রাইভ লিংক দেওয়া কি স্প্যাম হয়??
এই এক Vanced এর নিয়ে আর কতবার পোস্ট হবে?
install hoy na,,,,,
ইউটিউবারদের ক্ষতি করতে চান কেন?
এটার ফলে তাদের আয়তো হবে না।
পারলে এমন কিছু শেয়ার করেন যেটাতে সবার লাভ হয়।
একজনের ক্ষতি করে আরেকজনরে লাভ দিয়েন না।
Hmm . যাদের লাগবে তাদেরই দিচ্ছি
Good
Version koto