আস্সালামুয়ালাইকুম, আশাকরি সবাই ভালো আছেন । টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি । তো চলুন শুরু করা যাক ।
অনেকেই অনেক লাইভ টিভি এ্যাপস ব্যবহার করেছেন। কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লাইভ টিভি, মুভি এবং টিভি সিরিজ একসাথে দেখতে পাবেন এমন একটি এ্যাপস ।
এ্যাপসটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন (ডাইরেক্ট ডাউনলোড লিংক):
ডাউনলোড করুন
এ্যাপসটিতে নিয়মিত নতুন নতুন মুভি এবং টিভি চ্যানেল এড করা হয়। এই অ্যাপসে আপনি সার্চ করে আপনার কাঙ্খিত মুভিটি পেতে পারেন। চাইলে মুভিটি আপনি ডাউনলোডও করতে পারেন। এছাড়ও নির্দিষ্ট মুভির নিচে মুভি সম্পর্কে কিছু তথ্য পাবেন। যেমন কাস্ট, এটি কত সালে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্টর কে, জেনার, মুভি ডেস্ক্রিপশন ইত্যাদি। এছাড়াও আপনি নির্দিষ্ট দেশ সিলেক্ট করেও মুভি দেখতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপসটিতে পাবেন মার্ভেল সিরিজের মুভি, গেম অব থ্রোনস্- এর মতো দারুন দারুন মুভি, টিভি সিরিজ এবং লাইভ টিভি।
এইতো গেলো মুভির কথা। আপনি এই অ্যাপসে পাবেন বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের নানা দেশের টিভি চ্যানেল সুপার ফাস্ট ভাবে, একদম ফ্রিতে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই দেখতে পাবেন । চ্যানেল গুলো দ্রুত লোড হয় এবং বাফার কম, কারণ এ্যাপসটিতে বিভিন্ন অফিশিয়াল সার্ভার থেকে চ্যানেল গুলো পরিচালিত হয় ।
চলুন দেখে নেয়া যাক এ্যাপসটির কিছু স্ক্রিণশটঃ
হোম স্ক্রিণঃ
লাইভ টিভিঃ
মুভিঃ
টিভি সিরিজঃ
এক কথায় মুভি+টিভি লাভারসদের জন্য আদর্শ একটি অ্যাপস।
এ্যাপসটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন (ডাইরেক্ট ডাউনলোড লিংক):
ডাউনলোড করুন
বিঃদ্রঃ অ্যাপসটিতে নিয়মিত কন্টেন্ট আপডেট করা হয়, তাই আপনাদের যদি পছন্দের কোনো লাইভ টিভি, মুভি বা টিভি সিরিজ এর প্রয়োজন হয় তাহলে মেন্যু থেকে কন্টাক্ট ট্যাবে গিয়ে অ্যাডমিনদের কাছে রিকুয়েস্ট পাঠাতে পারবেন।
আজ এই পর্যন্তই । সবাই আমার জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।
এ্যাপসটির অফিশিয়াল ওয়েবসাইট লিংকঃ StreamBuzz.xyz
➥Post Writer: Sojol Rana