Site icon Trickbd.com

একটি অ্যাপ দিয়ে শিখুন অনেক গুলো বিদেশি ভাষা

বিদেশি ভাষা শিখার ইচ্ছা পুরন করবে একটি এাটি অ্যাপ। যে অ্যাপটি Duolingo নামে পরিচিত। ইয়েস, ফ্রেন্ডস! এই পোস্টে আমি সেই অ্যাপ টির সম্পর্কে কথা বলব। আপনি যদি আমার মতো হয়ে থাকেন, বিদেশি ভাষার উপরে প্রবল আগ্রহী। তবে এই পোস্ট আপনার জন্যই স্পেশাল ভাবে লিখলাম।

আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই অ্যাপটি দিয়ে আমি মাত্র ৩ দিনে হিন্দি অক্ষর গুলো শিখে নিয়েছিলাম। যে অক্ষর গুলো বই থেকে শিখতে গেলে হয়তো ১০ দিন লাগতো।

 

Duolingo অ্যাপ

ভাষা শিখার জন্যে এই অ্যাপটি আসলেই দারুণ। বিশেষ করে অক্ষর শেখানোন পদ্ধতি টি আমার কাছে চরম লেগেছে, একেবারে মগজ ধোলাই করে মাথার ভেতরে ঢুকে দেয়। Luis von Ahn ও Severin Hacker নামের দুইজন ব্যাক্তি Duolingo প্রতিষ্টা করে। আজ থেকে ৭ বছর আগে ১৯ জুন ২০১২ সালে যা সবার জন্য উন্মুক্ত করা হয়। এবং গুগল প্লে স্টোর থেকে এপর্যন্ত এটি ১০০ মিলিওনেরও(১০ কোটি) বেশী ডাউনলোড করা হয়েছে।

Duolingo ইন্সটলেশন

প্লে স্টোর থেকে Duolingo ইনস্টল করার পর থেকে ভাষা শিখতে যেকোনো কোর্স স্টার্ট করা পর্যন্ত বেশ কিছু স্টেপ আছে তাই এই অ্যাপ এর ইন্সটলেশন প্রসেস কিছুটা লস্বা। তবে ভয় পাবেন না নিচে সব কিছু স্ক্রিনশট সহ দেখানো হলো।

  • অ্যাপটি প্রথম বার ওপেন করার পর সবুজ কালারের GET STARTED বাটন টিতে ক্লিক করুন।  আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকলে I ALREADY HAVE AN ACCOUNT বাটন টিতে ক্লিক করে লগিন করতে পারবেন। আপনি যেহেতু নতুন তাই আপনাকে সবুজ বাটন টিতে ক্লিক করতে হবে।
  • এবার আপনি বিভিন্ন ভাষার নাম এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ভাষা টি শিখতে চান সেটাতে ক্লিক করুন। (যেমন আমি হিন্দি তে ক্লিক করলাম)
  • এবার তারা আপনার কাছ থেকে জানতে চাচ্ছে কেন আপনি এই ভাষাটি শিখতে চান। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা দিতে পারেন অথবা একেবারে নিচের Others এ ক্লিক করতে পারেন।
  • পরের স্টেপ Pick a goal থেকে তাদের জানিয়ে দিন আপনি দৈনিক কত মিনিট শিখবেন। যেকোনো একটা দিয়ে দিন কারন পরে যেকোন সময় এটি পাল্টা যায়। আর তাছাড়া এটা তেমন কোন ব্যাপার না।

উপরের চারটি স্টেপ এর স্ক্রিনশট একসাথে(বাম দিক থেকে শুরু)

  • Choose a path থেকে বেছেনিন কেমন কোর্স স্টার্ট করবেন। আপনি হিন্দির(বা আপনার কাঙ্খিত ভাষার) কিছু না জানলে Learning Hindi for the first time? অপশন টিতে ক্লিক করুন। আর আগে থেকে কিছু জানলে দ্বিতীয় অপশন টিতে ক্লিক করতে পারেন।
  • এবার আপনাকে সেই ভাষা টির জন্য খুব ছোট্ট একটা পরিক্ষা বা স্কিল টেস্ট দিতে হবে। ভয়ের কোন কারন নেই, কারন সেই পরিক্ষাটি জলের মতো সোজা।
  • এবার আপনাকে দুইবার কন্টিনিউ কন্টিনিউ করে যেতে হবে। এর মাঝে যদি কোন বিজ্ঞাপন আসে তবে ক্লোস, স্কিপ কিংবা ক্রস(বিভিন্ন সময় বিভিন্ন রকমে আসে) চিহ্নতে ক্লিক করে বিজ্ঞাপন কেটে দিতে হবে।

উপরোক্ত স্টেপ এর স্ক্রিনশট গুলো

  • এবার আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যাতে করে কোন ভাবে অ্যাপ টি আন ইন্সটল হয়ে গেলে আপনাকে নতুন করে কোর্স স্টার্ট করতে না হয়।
  • অ্যাকাউন্ট তৈরি করতে নিল কালারের CREATE PROFILE বাটনে ক্লিক করুন। এবার সবার আগে আপনার বয়স জানতে চাইবে, তো বয়স টি লেখার পরে CONTINUE বাটনে ক্লিক করুন।
  • এভাবে একই ভাবে আপনার নাম জানতে চাইবে আর এর পরে আপনার ইমেইল অ্যাড্রেস।

উপরের স্টেপ গুলোর জন্য স্ক্রিনশট

  • এবার সব শেষে আপনাকে আপনার অ্যাকাউন্ট এর জন্য দিতে হবে একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে CREATE PROFILE বাটনে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন।
  • এখানে আপনি কোর্স গুলো দেখতে পাবেন। এবং এখন থেকে যখনি অ্যাপ টি ওপেন করবেন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে।
  • উপরে ডান পাশে লাল কালারে হার্ট আইকনটি দেখতে পাচ্ছেন। আপনি কোর্স করার সময় যখনই কোন ভুল করবেন সাথে সাথে একটি হার্ট কমে যাবে। আর হ্যা, হার্ট কমে গেলে বাড়ানোর জন্য হার্ট আইকন টিতে ক্লিক করে 1 Heart Practice এ ক্লিক করে হার্ট বাড়াতে পারবেন। কিন্তু একটা বিষয় জানা দরকার যে ফ্রি ইউজার রা ৫ টির বেশি হার্ট বাড়াতে পারে না।
  • নতুন কোন কোর্স স্টার্ট করতে চাইলে উপরের বাম পাশে থাকা পতাকাতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করলেই কেল্লাফতেহ।

স্টেপ গুলোর জন্য স্ক্রিনশট

Duolingo অ্যাপ এর সুবিধা ও অসুবিধা

  • সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাপটি আমাদের সম্পুর্ণ বিনামূল্যে ভাষা শিখার সুযোগ করে দিচ্ছে।
  • অ্যাকাউন্ট তৈরি করার ফলে আমরা যেখান থেকে কোর্স অসমাপ্ত রেখেছি সেখান থেকে শুরু করতে পারি।
  • থাকছে বন্ধুদের ইনভাইট করে প্রিমিয়াম সেবা উপভোগ করার সুযোগ
  • অ্যাপটি কোন রকম র্যাম হাংরি না। তাই যেকোন ফোনে খুব ভালো ভাবে ব্যবহার করা যায়।
  • অসুবিধার কথা ভলতে গেলে প্রতিবার লেসন শেষ করার পরে বিজ্ঞাপন যা মাঝে মাঝে খুবই বিরক্তিকর।

 

ডাউনলোড এর পালা

এতক্ষণ মনযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। এখন আর দেরি না করে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন

তো, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। এর পরেও কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সকলের সুস্থতা কামনা করছি, বিদায়।