Site icon Trickbd.com

যে কোনো ডকুমেন্টের লেখা অথবা ছবি রিমুভ করুন মোবাইল ফোন দিয়েই

Unnamed


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন…..?
আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আর আপনারা ভালো আছেন বলেই ট্রিকবিডি ভিজিট করতে পারছেন।এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে
কিভাবে যে কোন ডকুমেন্ট থেকে যে কোন লেখা বা পিকচার রিমুভ করবেন তাও আবার মুহূর্তের মধ্যে।
সো সবাই পোষ্টটি মনোযোগ দিয়ে পরবেন আর valo লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক…….

আপসটির বিবরণ:


আপসটি আপনারা প্লেস্টরে পাবেন কিন্তু সেখান থেকে নিতে হলে আপনাকে ১৪৯ টাকা পেমেন্ট করে নিতে হবে। তাই আমি অ্যাপস এর লিংকটি এখানে দিয়ে দিবো আর এখান থেকেই ইনশাআল্লাহ আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাপস এর ডাউনলোড লিংক:


আপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করা হলে নিচের স্টেপ ফলো করুন।

প্রথমে অ্যাপস টি ওপেন করে নিচের মত পারমিশন দিয়ে নিন

তারপর অ্যালবাম এবং টিউটোরিয়াল দেখতে পাবেন ।
টিউটোরিয়াল গেলে কিভাবে কাজ করবেন সেগুলা পেয়ে যাবেন আর অ্যালবাম এ গেলে আপনাদের গ্যালারী দেখতে পাবেন।

ইনফো তে গেলে অ্যাপস এর ডিটেইল পাবেন


এখন আপনারা অ্যালবামে ক্লিক করে গেলারি সিলেক্ট করুন

তারপর যে ফটো বা ডকুমেন্ট থেকে লেখা মুছে ফেলবেন সেটি সিলেক্ট করুন।
আমি ড্রাইভিং লাইসেন্স চয়ন করলাম।

তারপর আপনার পিকটি দেখতে পাবেন। আর এটি জুম করে নিন
তারপর Object Removal এর মধ্যে ক্লিক দিয়ে দিন

তারপর brush

তারপর নিচের মত করে যেগুলা রিমুভ করতে চান সেগুলা সিলেক্ট করুন

সিলেক্ট করা হলে GO তে ক্লিক করে দিন

তারপরেই দেখতে পাবেন নিচের মত ব্ল্যাঙ্ক ড্রাইভিং লাইসেন্স টি বা আপনার সিলেক্ট করা পিক টি

তারপর নিচের মত জায়গায় ক্লিক করে পিক টি সেভ করে নিতে পারেন

আর এখানে ক্লিক করলে আগে কি রকম সিলো সেটা দেখতে পাবেন।

তারপর আপনারা ইচ্ছা মত করে যে কোন স্থানে সেভ করে নিতে পারেন।

এভাবেই চাইলে আপনারা যে কোন অরিজিনাল ডকুমেন্ট কে ব্ল্যাঙ্ক করে নিজের ইচ্ছা মত করে সাজাই নিতে পারেন।
আজকের পোস্ট এত টুকুই সবাই ভালো থাকবেন আর নেক্সট এ ইনশাআল্লাহ আরো নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

তারপরও বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন

বিদ্রো:


ট্রিকটি কেউ খারাপ কাজে ব্যাবহার করে সমস্যায় পড়লে এর জন্য আমি বা ট্রিকবিডি পরিবার দায়ী থাকবে না
আর আপনাদের যদি সাড়া পাই তাহলে নেক্সট টিপস হবে

কিভাবে ফ্যাক ড্রাইভিং লাইসেন্স বানাবেন তাও আবার স্মুথ ভাবে

কিভাবে আপনারা সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কে এডিট করে অরিজিনাল ডকুমেন্ট বানাবেন আপনার নিজের নামে।যদি আপনাদের সাড়া পাই তাহলে ইনশাহআল্লাহ নেক্সট এ হবে

কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। তাই সবাই সতর্কতা অবলম্বন করি।

#StayHome
#StaySafe
পোষ্টটি অনেক সময় দিয়ে করা হয়েছে, তাই সবাই একটি করে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পোস্ট করার মত উৎসাহ দিয়ে যাবেন।কোনো খানে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন
পোষ্টটি সময় দিয়ে পড়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন

আল্লাহ হাফেজ