আমি Vidmate, SnapTube, Videoder এই তিনটাই ব্যবহার করছি কিন্তু Videoder কে কেন বেস্ট বলছি? ?

Videoder কী আমাকে ফাছ টাকা দিয়েছে? ?

– না!
——————————
কারণঃ
——————————

* কোনকিছু ডাউনলোড করতে Vidmate এপের ভিতর  ঢুকতে হয়, না হয় ডাউনলোড করা যায় না,আর ঢুকতে ঢুকতে  + লোড হতে ২-৩ মিনিট লেগে যায় কিন্তু Videoder দিয়ে লিংক কপি করলে অথবা ভিডিওর শেয়ার বাটনে ক্লিক করলেই ডাউনলোড করা যায়, এপে ডুকতে হয়না যার কারণে Videoder এগিয়ে, অবশ্য SnapTube এও এই ফিচার আছে। (নিচের স্ক্রিনশট দেখুন)

* Vidmate, SnapTube এবং Videoder থেকে স্লো আর SnapTube, Videoder থেকে স্লো। Videoder 6 Thread মানে CPU এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভিডিও ডাউনলোড করার ক্ষমতা দেয় SnapTube সেটা দেয়না।( স্ক্রিনশট দেখুন)। তো এখানেও Videoder জিতে গেল।

* একদম এড ফ্রী + এডাল্ট নোটিফিকেশন ফ্রী ( Vidmate ইউজাররা ভালো বুঝেন এসব নোটিফিকেশনের জ্বালা ?)

☑ ইউটিউবসহ যেকোন জায়গা থেকেই লিংক কপি বা শেয়ার বাটনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন

☑ এছাড়াও soundcloud সহ আরো অনেক সাইটের কন্টেন্ট আরামছে ডাউনলোড হবে,ভিডমেট দিয়ে ঝামেলা।
☑ এতে আছে সর্বোচ্চ অডিও কোয়ালিটি যেটা SnapTube এ পাওয়া যায়না

✅ ফেসবুকের যেকোনো পাবলিক ভিডিও ও ডাউনলোড করা যায় যে কোয়ালিটিতে আপলোড হইছে সেইটা তেই।
প্রাইভেট ( ফেন্ডস) ভিডিও হলে অ্যাপ এ গিয়ে ফেসবুকে( Facebook.com এ) লগইন করে নিবেন তাহলে সব প্রাইভেট ভিডিও ডাউনলোড করা যাবে সেইমভাবে ?

✅ আর এটাতে ভিডমেটের মতো ২ দিন পর পর ক্যাপচা,প্লেইট সহ হ্যানত্যান সমস্যা লেগে থাকে না ?

 

?App Link:

Download From Google Drive

Rating: 10 of 10 ?

 

 

 

 

 

Leave a Reply