Site icon Trickbd.com

এই ছুটিতে সময় কাটছেনা? গল্প প্রেমীদের জন্য অসাধারণ একটি এ্যাপ নিয়ে হাজীর হয়েছি। গল্প পড়ার পাশাপাশি গল্প লিখে পৌছে দিন হাজারো পাঠকের কাছে।

গল্প প্রেমিদের জন্য নিয়ে অাসলাম অসাধারণ একটি রোমান্টিক ভালোবাসার গল্প।

অাসসালামু অালাইকুম।অাশা করি সবাই অাল্লাহর রহমতে ভালো অাছে। ভালো লাগা থেকেই ভালোবাসা অার সেই ভালোবাসা থেকে সৃষ্টি হয় অাপনার অামার রোমান্টিক সব ভালোবাসার গল্প।তাই  অাজকে অামি গল্প প্রেমিদের জন্য অসাধারণ একটি রোমান্টিক ভালোবাসার গল্প রিভিউ করবো।এই অ্যাপ্লিকেশন এ যার প্রতিটি গল্প, গল্প প্রেমিদের মন ছুয়ে যাবে।এই অ্যাপ এ থাকবে বাছাইকৃত অসাধারণ সব ভালোবাসার গল্প।অাশা করি অ্যাপটি সবার ভালো লাগবে।এই অ্যাপটির রিভিউ এর বিশেষ কিছু কারণ হলোঃএখানে অাপনি গল্প পড়ার পাশাপাশি শেয়ার করতে পারবেন অাপনার জীবনের রোমান্টিক সব ভালোবাসার গল্প।যদি অাপনি লেখক হয়ে থাকেন তাহলে তাদের মাধ্যমে অাপনার গল্প শেয়ার করতে পারবেন হাজার হাজার পাঠকগণের কাছে।


App Link: Download (Playstore Link) 

তো চলুন দেখে নিই কি কি থাকছে এই অ্যাপেঃ

 

 

 

Email: mdleon5700@gmail.com

[বিদ্রঃতাদের পাবলিশ করা রোমান্টিক গল্পের ঝুড়ি অ্যাপটি নিয়ে অাগামীতে কথা বলবো।রোমান্টিক গল্পের ঝুড়ি অ্যাপ এ পাবেন অানলিমিটেড ভালোবাসার গল্প।বিস্তারিত পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন।]

 


আর যারা মেয়েদের পেছনে ঘুর ঘুর করছেন তাদের জন্য উপহার সরূপ এই ভিডিও। হেডফোন লাগিয়ে শুনবেন।

https://youtu.be/db21rDaP9xM

 

Exit mobile version