Site icon Trickbd.com

[Hot] আপনার ফোনের Screen Off রেখে Video করুন কেও বুঝতেই পারবে না!!!!

Unnamed

         

আসসালামু আলাইকুম,

সবাই আশা করি ভাল আছেন?

আছকে একটি অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনার ফোনের Screen Off রেখে Video করতে পারবেন কে বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন।

প্রথমে এখান থেকে অ্যাপটি

ডাউনলোড করুন

তার পর ওপেন করুন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর সেটিং এ ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করব Camera সিলেক্ট করে দিন।

তার পর এখানে ক্লিক করলে ভিডিও হওয়া শুরু হয়ে যাবে এবং এখন Screen off করে রাখলেও ভিডিও হতে থাকবে।

তার পর এখানে ক্লিক করলে ভিডিও গুলা দেখতে পাবেন।

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

Exit mobile version