আছকে আমি একটি অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যে যে কোনো ধরনের ইংলিশ লেখার উপর টাচ করলেই বাংলা হয়ে যাবে এবং বাংলা লেখার উপর টাচ করলে ইংলিশ হবে আপনি চাইলে বিশ্বের যে কোনো ভাষায় বাংলা বা ইংলিশ করতে পারবেন খুব সহজেই কিন্তু এর জন্য আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে
Apps Information:
- অ্যাপ এর নামঃ Hi Dictionary
- অ্যাপ এর সাইজঃ 12 MB
- ডাউনলোড লিংকঃ Click here to download
বিস্তারিতঃ
এখন অ্যাপটি ওপেন করে এখানে ক্লিক করেন।
তারপর back এসে এখানে ক্লিক করেন।
তার পর অ্যাপ এর সেটিং এর কাজ শেষ যে কোনো ইংলিশ লেখা বাংলা বাংলা করতে এই খানে একটি চিহ্ন পাবে তা ইংলিশ লেখার পর ধরেন।
তার পর দেখেন বাংলা হয়ে গিয়েছে।
তো আছকের মত এখানেই শেষ করছি আবারো অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ….!
- আমাদের একটি রোমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই অ্যাড হওয়ার জন্য আমন্ত্রণ করা হলো। সবাই প্লিজ অ্যাড হবেন
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
প্রায় ৯০ ভাগ ভুল অনুবাদ প্রদান করে।
এর মানে হলো এটি নির্ভরযোগ্য নয়।
শুধু এটি কেন, এন্ড্রয়েডে নির্ভরযোগ্য কোন অনুবাদের এপ্লিকেশন নেই।
But thanks for share & good post.