??আসসালামু আলাইকুম??
আশা করি সবাই ভালোই আছেন আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকবেন।
আসসালামুআলাইকুম বন্ধুরা আজকের এই টিপসটি অনেক ইউটিউবারদের জন্য অনেক উপকারের আসতে পারে তাই দেরি না করে চলুন শুরু করি:
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার বড় মাধ্যম হচ্ছে ইউটিউব ইউটিউব ভিডিও করে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন আবার অনেকেই ইউটিউব ভিডিও করে অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলেছেন।
এখন আমাদের মাঝে থেকে যদি কেউ চাই যে ইউটিউব ভিডিও করব কিন্তু তার কাছে তেমন কোন ভাল টাকা পয়সা নেই যে সে ডিএসএলআর বা ভালো ক্যামেরার উপর ইনভেস্ট করবে।
তাহলে আজকে আমার এই পোস্টটি তার জন্য।
ইউটিউব ভিডিও বানানোর সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব সময় যাতে ভিউজ কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি টা ভালো থাকে এবং ভয়েস কোয়ালিটি ও ভালো থাকে তাছাড়া যারা ভিডিও ভুজ করবেন তারা আকর্ষণ হারিয়ে ফেলবে।
এবং যার কারণে আপনি ইউটিউবে তেমন কোন গ্র আপ করতে পারবেন না সুতরাং যদি আপনি চাচ্ছেন যে ডিএসএলআর ভিডিওটি ভিডিও বানাবেন একদম প্রফেশনাল হবে তাহলে এই টিপস টি সম্পূর্ণ দেখুন।
তো বন্ধুরা আপনি যদি চান যে আপনি ডিএসএলআর ক্যামেরার ইনভেস্ট করবেন না তাহলে আপনার মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল এইচডি ডিএসএলআর ব্লার ভিডিও বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে নিন কি কি করা লাগবে।
প্রথমে আপনাকে 2 টা অ্যাপ নামিয়ে নিতে হবে:
First app: Best Screen Recorder for Video pro.apk
2nd app: DSLR and HD video pro.apk
ত বন্ধুরা দুইটি অ্যাপ নামে নেওয়ার পর আপনাদের যা করতে হবে প্রথমে যে প্রথমে নামিয়েছিলেন স্ক্রিন রেকর্ডার সেই অ্যাপটি ইন্সটল করে নিন।
তারপর দ্বিতীয় ক্যামেরায় আপনার ফোনে ইন্সটল করে নিবেন।
এবার ক্যামেরা অ্যাপ এ প্রবেশ করুন যদি আপনার ফোনের লাইভ ফোকাস মুড থাকে আগে থেকেই তাহলে আপনার ফোনের ক্যামেরা টি ব্যবহার করা ভালো হবে।
তারপর আপনার ফোনের ক্যামেরায় পেপার ডাউনলোড করা ক্যামেরা অ্যাপ এ প্রবেশ করুন প্রবেশ করার পর লাইভ ফোকাস মুড টি ইন বোল্ড করে দিন এবার স্ক্রিন রেকর্ডার টি চালু করুন চালু করার পর
এখন ভালো ভয়েস কোয়ালিটি পাওয়ার দুইটা উপায় আছে অন্য ফোন ব্যবহার করে রেকর্ড করে রিডিং এর মাধ্যমে দা মেইন ফুটেজের সাথে সেট করে দাও আর দ্বিতীয় হচ্ছে আপনার প্রথম ফোনে হেডফোন ইউজ করে বয়সটি ক্লিয়ার ভাবে রেকর্ড করা।
এবার কাইনমাস্টার অ্যাপ টিতে প্রবেশ করুন, তারপর আপনার ভিডিওটি সিলেক্ট করে আমি যেভাবে করেছি সেভাবে কেটে নিন।
Kine master Download: Kine Master pro.apk
(পোস্টটি তাড়াতড়ি করার জন্য ভয়েস করা হয়েছে, বানান ভুল হলে আমি দু:খিত)
এবং ইন্টারনেট,ওয়েবসাইট ট্রিক ও ইনকাম রিলেটেড আরও টিপস পাবেন, এবং পাবেন প্রতি পোস্টে ৫-১০ টাকা ইনকামের সুজোগ Sikhenin.com